হোম > বিশ্ব > ইউরোপ

জেলেনস্কিকে প্রাণে মারব না, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘কথা দিয়েছিলেন’ পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দাবি করছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। রোববার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ইসরায়েলি সাংবাদিক হ্যানোচ দাউমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, গত বছর ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পরপরই মস্কো সফরে গিয়েছিলেন নাফতালি বেনেত। সে সময় তাঁকে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন।

সাক্ষাৎকারে বেনেত বলেন, ‘আমি পুতিনকে জিজ্ঞেস করেছিলাম, জেলেনস্কিকে হত্যা করার সম্ভাবনা কতটুকু? আপনি কি তাঁকে হত্যা করতে চান? জবাবে পুতিন বলেছিলেন, ‘‘আমি তাঁকে হত্যা করতে চাই না”। পুতিনের এই উত্তরের পর তাঁর কাছে জানতে চাই, ‘আপনার এই উত্তরকে আমি ধরে নিচ্ছি যে, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, জেলেনস্কিকে হত্যা করা হবে না।’ জবাবে পুতিন আবারও বলেন, তিনি জেলেনস্কিকে হত্যা করবেন না।’

পুতিনের সঙ্গে এমন কথোপকথনের পর জেলেনস্কিকেও জানিয়েছেন বেনেত। সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘জেলেনস্কিকে আমি বলেছি যে, পুতিন আপনাকে হত্যা করবে না। তখন জেলেনস্কি আমাকে বলেন, ‘‘আপনি কি নিশ্চিত?’’ জবাবে বলেছি, হ্যাঁ, আমি শতভাগ নিশ্চিত, তিনি আপনাকে হত্যা করবে না।’ 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর যে কজন বিশ্বনেতা পুতিনের সাক্ষাৎ পেয়েছেন তাঁদের একজন নাফতালি বেনেত। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করেছিলেন। তবে মধ্যস্থতাকারী হিসেবে সফল হতে পারেননি বেনেত। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো। এমন আশঙ্কা করছে জেলেনস্কি প্রশাসন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, হাজার হাজার সৈন্য সংগ্রহ করেছে মস্কো এবং হামলা শুরুর প্রথম বর্ষপূর্তিতে ‘কিছু একটা করার চেষ্টা’ করতে পারে। 

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন