বাসস
ঢাকা: ফ্রান্সের উত্তরাঞ্চলে শনিবার ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনজন প্রাণ হারিয়েছে। ইঞ্জিনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের বয়স ২৯, ৫৩ ও ৬১ বছর।
স্থানীয় প্রসিকিউটর কারোলে এতিয়েন বলেছেন, চার আসনবিশিষ্ট রবিন এইচআর ১০০ উড়োজাহাজটি উড্ডয়নের পর লিল শহরের কাছে ওয়ামব্রেশিতে এসে বিধ্বস্ত হয়। এ সময়ে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে গেছেন।
তাঁরা ফ্রান্স থেকে বেলজিয়াম যাচ্ছিলেন।