হোম > বিশ্ব > ইউরোপ

সালমোনেলার সংক্রমণ, বন্ধ হলো কিন্ডার চকলেটের কারখানা

যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে সালমোনেলার সংক্রমণের কারণে একটি কিন্ডার চকলেট কারখানা বন্ধ করার নির্দেশ দিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, এই কারখানা থেকে তৈরি চকলেটের মাধ্যমে সালমোনেলার সংক্রমণ হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 
 
এদিকে ইস্টারের ছুটির আগে কিন্ডার চকলেটের কারখানা বন্ধ হওয়া ইতালিয়ান মিষ্টান্ন জায়ান্ট ফেরেরোর জন্য একটি ধাক্কা। একটি বিবৃতিতে ফেরেরোর পক্ষ থেকে বলা হয়, সালমোনেলা সংক্রমণের ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ওই বিবৃতিতে বেলজিয়ামের দক্ষিণ-পূর্ব শহর আরলনে অবস্থিত কারখানার কার্যক্রম স্থগিত করার কথা স্বীকার করে ফেরেরোর। 

বেলজিয়াম খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ এএফএসসিএর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ফেরেরোর দেওয়া তথ্য অসম্পূর্ণ ছিল তাই কারখানাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বেলজিয়ামের কৃষিমন্ত্রী ডেভিড ক্লারিনভাল বলেছেন, এমন সিদ্ধান্ত কখনই হালকা পরিস্থিতিতে নেওয়া হয় না।  আমাদের নাগরিকদের খাদ্য নিরাপত্তাকে কখনোই অবহেলা করা যায় না। 

সালমোনেলার ব্যাকটেরিয়া আক্রান্ত ব্যক্তিদের ডায়রিয়া, পেটে খিঁচুনি, বমি বমি ভাব, বমি এবং জ্বর হতে পারে। তবে তা কয়েক দিনের মধ্যে সেরে যেতে পারে। 

ব্রিটেনের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যজুড়ে ৬৩ জনের মধ্যে সালমোনেলার ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এদিকে ফ্রান্স সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ জনের মধ্যে সালমোনেলার ব্যাকটেরিয়া পাওয়া গেছে যাদের মধ্যে ১৫ জনই কিন্ডারের পণ্য খেয়েছেন।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা