হোম > বিশ্ব > ইউরোপ

সালমোনেলার সংক্রমণ, বন্ধ হলো কিন্ডার চকলেটের কারখানা

যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে সালমোনেলার সংক্রমণের কারণে একটি কিন্ডার চকলেট কারখানা বন্ধ করার নির্দেশ দিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, এই কারখানা থেকে তৈরি চকলেটের মাধ্যমে সালমোনেলার সংক্রমণ হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 
 
এদিকে ইস্টারের ছুটির আগে কিন্ডার চকলেটের কারখানা বন্ধ হওয়া ইতালিয়ান মিষ্টান্ন জায়ান্ট ফেরেরোর জন্য একটি ধাক্কা। একটি বিবৃতিতে ফেরেরোর পক্ষ থেকে বলা হয়, সালমোনেলা সংক্রমণের ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ওই বিবৃতিতে বেলজিয়ামের দক্ষিণ-পূর্ব শহর আরলনে অবস্থিত কারখানার কার্যক্রম স্থগিত করার কথা স্বীকার করে ফেরেরোর। 

বেলজিয়াম খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ এএফএসসিএর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ফেরেরোর দেওয়া তথ্য অসম্পূর্ণ ছিল তাই কারখানাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বেলজিয়ামের কৃষিমন্ত্রী ডেভিড ক্লারিনভাল বলেছেন, এমন সিদ্ধান্ত কখনই হালকা পরিস্থিতিতে নেওয়া হয় না।  আমাদের নাগরিকদের খাদ্য নিরাপত্তাকে কখনোই অবহেলা করা যায় না। 

সালমোনেলার ব্যাকটেরিয়া আক্রান্ত ব্যক্তিদের ডায়রিয়া, পেটে খিঁচুনি, বমি বমি ভাব, বমি এবং জ্বর হতে পারে। তবে তা কয়েক দিনের মধ্যে সেরে যেতে পারে। 

ব্রিটেনের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যজুড়ে ৬৩ জনের মধ্যে সালমোনেলার ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এদিকে ফ্রান্স সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ জনের মধ্যে সালমোনেলার ব্যাকটেরিয়া পাওয়া গেছে যাদের মধ্যে ১৫ জনই কিন্ডারের পণ্য খেয়েছেন।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস