হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী তাঁর দেশের এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে। রাশিয়ার নিয়ন্ত্রিত ভূখণ্ডের মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলও রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে লুক্সেমবার্গের আইনপ্রণেতাদের সামনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এই কথা বলেছেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আজ, ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে দখলদারেরা।’ 

এদিকে, ইউক্রেন দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২ লাখ শিশুকে জোর করে রাশিয়া তুলে নিয়ে গেছে। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এ দাবি করেছেন। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে দেওয়া ওই ভাষণে জেলেনস্কি বলেন, ‘৯৮ দিনের যুদ্ধে দখলদার বাহিনীর আক্রমণে অন্তত ৬৯৮ শিশু আহত হয়েছে। এদের খবর আমরা জানি। কিন্তু অনেক অপহরণের খবর আমরা জানি না। বর্তমানে যে অঞ্চলটি দখল করেছে রুশ বাহিনী, সেখানকার কোনো তথ্য আমাদের কাছে নেই।’ 

জেলেনস্কি আরও বলেন, ‘এ ধরনের অপরাধ মানে শুধু মানুষ চুরি করে নিয়ে যাওয়া নয়, বরং তাদের নির্বাসিত করা, তাদের মন থেকে ইউক্রেনের স্মৃতি মুছে ফেলা এবং কখনোই ইউক্রেনে ফিরতে না দেওয়া।’ 

জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার ধরে নিয়ে যাওয়া শিশুদের মধ্যে এতিমখানার শিশু, বাবা-মায়ের সঙ্গে থাকা শিশু ও অভিভাবকদের কাছ থেকে দূরে থাকা শিশুও রয়েছে। 

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত হয়েছে। এ ছাড়া ১৩৯ শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট