হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী তাঁর দেশের এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে। রাশিয়ার নিয়ন্ত্রিত ভূখণ্ডের মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলও রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে লুক্সেমবার্গের আইনপ্রণেতাদের সামনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এই কথা বলেছেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আজ, ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে দখলদারেরা।’ 

এদিকে, ইউক্রেন দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২ লাখ শিশুকে জোর করে রাশিয়া তুলে নিয়ে গেছে। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এ দাবি করেছেন। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে দেওয়া ওই ভাষণে জেলেনস্কি বলেন, ‘৯৮ দিনের যুদ্ধে দখলদার বাহিনীর আক্রমণে অন্তত ৬৯৮ শিশু আহত হয়েছে। এদের খবর আমরা জানি। কিন্তু অনেক অপহরণের খবর আমরা জানি না। বর্তমানে যে অঞ্চলটি দখল করেছে রুশ বাহিনী, সেখানকার কোনো তথ্য আমাদের কাছে নেই।’ 

জেলেনস্কি আরও বলেন, ‘এ ধরনের অপরাধ মানে শুধু মানুষ চুরি করে নিয়ে যাওয়া নয়, বরং তাদের নির্বাসিত করা, তাদের মন থেকে ইউক্রেনের স্মৃতি মুছে ফেলা এবং কখনোই ইউক্রেনে ফিরতে না দেওয়া।’ 

জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার ধরে নিয়ে যাওয়া শিশুদের মধ্যে এতিমখানার শিশু, বাবা-মায়ের সঙ্গে থাকা শিশু ও অভিভাবকদের কাছ থেকে দূরে থাকা শিশুও রয়েছে। 

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত হয়েছে। এ ছাড়া ১৩৯ শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা