বেলারুশের পূর্ব সীমান্তে অভিবাসীদের প্রবেশের প্রচেষ্টাকে আটকে দিয়েছে পোল্যান্ড। এরই মধ্যে পোল্যান্ড সীমান্ত বন্ধ করে দিয়েছে। দেশটি জানিয়েছে, পথে হাজার হাজার মানুষ ছিল যারা বেলারুশ থেকে পোল্যান্ডে প্রবেশ করতে সীমান্তের দিকে আসছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পোল্যান্ডের সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে শত শত লোক দাঁড়িয়ে আছে এবং তাঁদের মধ্যে কেউ কেউ জোর করে প্রবেশের চেষ্টা করছে। গতকাল সোমবার পোল্যান্ড সরকার এ নিয়ে একটি বৈঠক ডাকে। এরই মধ্যে সীমান্ত অঞ্চলে ১২ হাজার সেনা মোতায়েন করেছে।
পোল্যান্ডের অভিযোগ, বেলারুশের অভিবাসীদের এইভাবে সীমান্তের দিকে ঠেলে দেওয়া শত্রুতাবশত কার্যকলাপের অন্তর্ভুক্ত। এদিকে পোল্যান্ড, লিথুনিয়া এবং লাটভিয়া বলেছে, গত কয়েক মাসে তাদের দেশে বেলারুশ থেকে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা লোকের সংখ্যা বেড়েছে। যাদের মধ্যে অনেকেই মধ্যপ্রাচ্য এবং এশিয়া থেকে এসেছেন।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, বেলারুশের স্বৈরাচারী রাষ্ট্রপতি আলেক্সান্ডার লুকাশেঙ্কারের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা রয়েছে তার প্রতিশোধ নিতেই অভিবাসীদের এভাবে পাঠিয়ে দিচ্ছে।
পোলিশ বর্ডার গার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, আজ মঙ্গলবার সকাল থেকে বেলারুশের সঙ্গে পোল্যান্ডের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে এই অঞ্চলে তীব্র শীত থাকায় অভিবাসীদের পরিস্থিতি ভালো নেই। সীমান্তে আটকে থাকা অভিবাসীদের নিরাপত্তাহীনতার শঙ্কা উত্থাপিত হচ্ছে। এরই মধ্যে হাইপোথার্মিয়াতে বেশ কয়েকজন মারা গেছেন।