হোম > বিশ্ব > ইউরোপ

ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্র নিয়ে উদ্বেগ বাড়ছেই

ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজজিয়া এখন রাশিয়ার দখলে। গত শুক্রবার এতে গোলাবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। এদিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের পারমাণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রসি।

গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এই উদ্বেগের মধ্যেই ইউক্রেনের খাদ্যসামগ্রী বহনকারী চারটি জাহাজ গতকাল কৃষ্ণসাগরের ইউক্রেনীয় বন্দর থেকে যাত্রা শুরু করেছে।

এক বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, শুক্রবারের এই হামলা ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সর্বশেষ গোলাবর্ষণের ঘটনা। এতে পারমাণবিক বিপর্যয়ের সত্যিকারের ঝুঁকি দেখা দিয়েছে, যা ইউক্রেন এবং এর বাইরে জনস্বাস্থ্য ও পরিবেশকে হুমকির মুখে ফেলতে পারে।

এর আগে শনিবার কেন্দ্রের অপারেটর জানায়, শুক্রবারের গোলার আঘাতে নাইট্রোজেন ও অক্সিজেনসংবলিত একটি স্টেশন এবং একটি সহায়ক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন ও তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ইউক্রেনের বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে চারটি জাহাজ বন্দর থেকে ছেড়ে গেছে। সমুদ্রে বাণিজ্যিক কার্যক্রমে বাধা কাটাতে নেওয়া উদ্যোগের অংশ হিসেবে জাহাজের এ যাত্রা। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষের এক ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, এতে মোট ১ লাখ ৭০ হাজার টন ভুট্টা এবং অন্যান্য খাদ্যপণ্য রয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট