হোম > বিশ্ব > ইউরোপ

ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্র নিয়ে উদ্বেগ বাড়ছেই

ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজজিয়া এখন রাশিয়ার দখলে। গত শুক্রবার এতে গোলাবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। এদিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের পারমাণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রসি।

গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এই উদ্বেগের মধ্যেই ইউক্রেনের খাদ্যসামগ্রী বহনকারী চারটি জাহাজ গতকাল কৃষ্ণসাগরের ইউক্রেনীয় বন্দর থেকে যাত্রা শুরু করেছে।

এক বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, শুক্রবারের এই হামলা ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সর্বশেষ গোলাবর্ষণের ঘটনা। এতে পারমাণবিক বিপর্যয়ের সত্যিকারের ঝুঁকি দেখা দিয়েছে, যা ইউক্রেন এবং এর বাইরে জনস্বাস্থ্য ও পরিবেশকে হুমকির মুখে ফেলতে পারে।

এর আগে শনিবার কেন্দ্রের অপারেটর জানায়, শুক্রবারের গোলার আঘাতে নাইট্রোজেন ও অক্সিজেনসংবলিত একটি স্টেশন এবং একটি সহায়ক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন ও তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ইউক্রেনের বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে চারটি জাহাজ বন্দর থেকে ছেড়ে গেছে। সমুদ্রে বাণিজ্যিক কার্যক্রমে বাধা কাটাতে নেওয়া উদ্যোগের অংশ হিসেবে জাহাজের এ যাত্রা। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষের এক ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, এতে মোট ১ লাখ ৭০ হাজার টন ভুট্টা এবং অন্যান্য খাদ্যপণ্য রয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার