হোম > বিশ্ব > ইউরোপ

ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্র নিয়ে উদ্বেগ বাড়ছেই

ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজজিয়া এখন রাশিয়ার দখলে। গত শুক্রবার এতে গোলাবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। এদিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের পারমাণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রসি।

গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এই উদ্বেগের মধ্যেই ইউক্রেনের খাদ্যসামগ্রী বহনকারী চারটি জাহাজ গতকাল কৃষ্ণসাগরের ইউক্রেনীয় বন্দর থেকে যাত্রা শুরু করেছে।

এক বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, শুক্রবারের এই হামলা ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সর্বশেষ গোলাবর্ষণের ঘটনা। এতে পারমাণবিক বিপর্যয়ের সত্যিকারের ঝুঁকি দেখা দিয়েছে, যা ইউক্রেন এবং এর বাইরে জনস্বাস্থ্য ও পরিবেশকে হুমকির মুখে ফেলতে পারে।

এর আগে শনিবার কেন্দ্রের অপারেটর জানায়, শুক্রবারের গোলার আঘাতে নাইট্রোজেন ও অক্সিজেনসংবলিত একটি স্টেশন এবং একটি সহায়ক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন ও তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ইউক্রেনের বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে চারটি জাহাজ বন্দর থেকে ছেড়ে গেছে। সমুদ্রে বাণিজ্যিক কার্যক্রমে বাধা কাটাতে নেওয়া উদ্যোগের অংশ হিসেবে জাহাজের এ যাত্রা। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষের এক ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, এতে মোট ১ লাখ ৭০ হাজার টন ভুট্টা এবং অন্যান্য খাদ্যপণ্য রয়েছে।

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন