হোম > বিশ্ব > ইউরোপ

নাইজারে সামরিক অভ্যুত্থানকে স্বাগত জানালেন প্রিগোঝিন

আফ্রিকার দেশ নাইজারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে দেশটির নির্বাচিত প্রেসিডেন্টকে। সারা বিশ্বের অধিকাংশ দেশই যখন এই অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে; সেখানে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক দীর্ঘ লেখায় প্রিগোঝিন নাইজারের পরিস্থিতির পেছনে ঔপনিবেশিক উত্তরাধিকারের জন্য দায়ী করেছেন এবং অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো বিশ্বজুড়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করছে। নাইজার একসময় ফরাসি উপনিবেশ ছিল। 

প্রিগোঝিন লিখেছেন, ‘নাইজারে যা ঘটেছে, তা বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। সাবেক উপনিবেশকারী দেশগুলো আফ্রিকার জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য সাবেক উপনিবেশকারীরা এই দেশগুলোতে সন্ত্রাসী ও বিভিন্ন দস্যু দলে ভরিয়ে দিচ্ছে। এভাবে একটি বিশাল নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে।’ 

লেখায় এরপর প্রিগোঝিন নিজের বাহিনীর প্রশংসা করে বলেন, ‘বিদেশিদের কারণে জনসংখ্যা ভুগছে এবং এ কারণে ভাগনারের প্রতি ভালোবাসা আছে মানুষের। কারণ, ভাগনারের এক হাজার সৈন্য শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে এবং সন্ত্রাসীদের ধ্বংস করতে সক্ষম এবং তাদের দেশে শান্তিপূর্ণ জনগণকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।’ 

এদিকে, দেখা মিলেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের। গত জুনের ২৪ তারিখে ব্যর্থ অভ্যুত্থানের পর থেকেই দেখা মিলছিল না তাঁর। অবশেষে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর তাঁর দেখা পাওয়া গেছে। তা-ও আবার খোদ রাশিয়ায়। দেশটির সেন্ট পিটার্সবার্গে প্রিগোঝিনকে দেখা গেছে রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সঙ্গে। 

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলছে রাশিয়া-আফ্রিকা সামিট। ঠিক এই সময়েই শহরটিতে দেখা গেছে ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকে। তাঁকে রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাতে দেখা গেছে।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার