হোম > বিশ্ব > ইউরোপ

আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে ইইউ’র অন্তর্ভুক্ত করার অনুরোধ জেলেনস্কির

আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এ সংক্রান্ত একটি অনুরোধপত্রে স্বাক্ষর করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মুখে বিশেষ উপায়ে ‘অতি দ্রুত’ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চান জেলেনস্কি। 

এর আগে জেলেনস্কি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সমস্ত ইউরোপের সঙ্গে একত্র হওয়া এবং সবার সঙ্গে সমানতালে এগিয়ে চলা পদক্ষেপে থাকা।’ 

ইইউয়ের সদস্য পদ প্রাপ্তিকে তিনি ন্যায্য ও সম্ভব বলে উল্লেখ করে‍ বলেন, ‘আমি নিশ্চিত যে এটি ন্যায্য। আমি নিশ্চিত যে এটি সম্ভব।’ 

উল্লেখ্য, ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে। এরই মধ্যে সাময়িকভাবে কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কিয়েভ প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে এক সপ্তাহ ধরে চলমান কারফিউ আজ তুলে নেওয়া হয়েছে। রাত ১০টা পর্যন্ত জনসাধারণের জন্য সবকিছু খোলা থাকবে। রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত আবার কারফিউ বলবৎ থাকবে। 

কিয়েভ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কারফিউ তুলে নেওয়া হলেও একেবারে প্রয়োজন না হলে কিয়েভের বাসিন্দারা যেন ঘরবাড়ি বা আশ্রয় কেন্দ্রের বাইরে না যায়। 

রুশ সেনাবাহিনী বলেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের বেসামরিক নাগরিকেরা চাইলে নির্ভয়ে কিয়েভ ত্যাগ করতে পারবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এমন কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট