হোম > বিশ্ব > ইউরোপ

সহকারী, কূটনীতিক ও গুপ্তচর—তুরস্কের পাঠানো পুতিনের দলে আছেন যাঁরা

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন। মস্কোর সময় গতকাল বুধবার (১৪ মে) মধ্যরাতের একটু আগে ক্রেমলিন আলোচনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।

আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন ক্রেমলিনের কর্মকর্তা ভ্লাদিমির মেদিনস্কি। সোভিয়েত ইউক্রেনে জন্ম নেওয়া মেদিনস্কি ২০২২ সালের শান্তি আলোচনার অন্যতম প্রধান ছিলেন, যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে শিক্ষালাভ করেছেন তিনি।

মেদিনস্কি এমন একটি নতুন ইতিহাস বইয়ের রচয়িতা, যেখানে পুতিনের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা হয়েছে। বইটির মূল বিষয়বস্তু হলো—সোভিয়েত ইউনিয়নের গৌরবময় অর্জন, এটির পতনের জন্য ক্ষোভ এবং ১৯৯৯ সালের শেষে শুরু হওয়া সাবেক কেজিবি কর্মকর্তা পুতিনের শাসনে রাশিয়ার পুনর্জন্মের প্রশংসা।

তিনি রাশিয়ান মিলিটারি হিস্টরিকাল সোসাইটির চেয়ারম্যান। এটি একটি দেশপ্রেমিক সংগঠন হিসেবে পরিচিত।

দলের অন্যদের মধ্যে আছেন উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন। তিনি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর সংগঠন কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের সঙ্গে সম্পর্ক দেখভাল করেন। মস্কো স্টেট ইউনিভার্সিটির এশিয়ান ও আফ্রিকান স্টাডিজ ইনস্টিটিউট থেকে তিনি শিক্ষালাভ করেন। জাপানি ও ইংরেজি ভাষায় দক্ষ।

আছেন রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউয়ের পরিচালক ইগর কস্ত্যুকভ। বলা যায়, বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থার প্রধান তিনি। এ ছাড়া রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিনের নামটিও তালিকায় রয়েছে। ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে আলোচনায় তিনিও উপস্থিত ছিলেন। এই দলে বিভিন্ন পর্যায়ের আরও বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট