হোম > বিশ্ব > ইউরোপ

সুযোগ পেলে রাশিয়া দনবাসেরও বাইরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে: জেলেনস্কি

রাশিয়া সুযোগ পেলে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক এবং লুহানস্কের বাইরেও আরও এলাকা দখল করে নেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে সামান্য সুযোগ দিলেও তাঁরা দনবাসের বাইরেও আরও এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। মঙ্গলবার ডেনমার্কের এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে জেলেনস্কি এই কথা বলেছেন বলে জানানো হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে।

জেলেনস্কি বলেছেন, ‘আমি নিশ্চিত যে—ইউক্রেন যদি নিজেদের আরও শক্তিশালী না করতে পারে তাহলে তারা (রাশিয়া) আরও বেশি এলাকা দখল করে নেবে। আমরা এরই মধ্যে আমাদের শক্তি তাদের দেখিয়ে দিয়েছি। কিন্তু এখন সময় এসেছে পশ্চিমা মিত্রদের সঙ্গে মিলে আমাদের সম্মিলিত শক্তি তাদের দেখিয়ে দেওয়ার।’

আলাপকালে জেলেনস্কি পশ্চিমা বিশ্বের কাছে আবারও ভারী অস্ত্র সহায়তা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, এরই মধ্যে পশ্চিমারা যা দিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ তবে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যদি ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার হাত থেকে রক্ষা করতে চায় তবে ‘অতি দ্রুত’ আরও সহায়তা পাঠাতে হবে।

এর আগে, ইউক্রেনে রাশিয়া কথিত তাদের ‘বিশেষ সামরিক অভিযানের’ শুরুতে রুশ সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠের উপ–শহরগুলোতে পৌঁছে গেলেও কিয়েভ দখল করতে পারেনি। পরে রাশিয়ার বাহিনী কিয়েভের আশপাশ থেকে সৈন্য প্রত্যাহার করে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে মনোনিবেশ করে। সর্বশেষ, চলতি মাসের শুরুতে রাশিয়া কিয়েভকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

যুদ্ধের প্রথম দিকে, ইউক্রেন যেভাবে রাশিয়ার বাহিনীকে প্রতিহত করেছিল সেদিকে ইঙ্গিত দিয়ে জেলেনস্কি বলেন, ‘তারা সে সময় প্রায় কিয়েভে পৌঁছে গিয়েছিল। তারা দেখেছে আমরা কীভাবে তাদের ‘স্বাগত’ জানিয়েছিলাম এবং ‘আতিথেয়তা’ দিয়েছিলাম। এবং অতি অবশ্যই তারা আমাদের সারা দেশ দখলের পরিকল্পনা করেছিল এবং এটি তারা যুদ্ধের প্রথম সপ্তাহেই দেখিয়ে দিয়েছিল। এটিই তাদের মূল উদ্দেশ্য ছিল।’

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা