যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে প্রায় ১৫০ কোটি ডলার সহায়তা প্যাকেজ প্রদানের ঘোষণা দিয়েছে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির কমিয়ে আনার পরিকল্পনাও করেছে। মঙ্গলবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এই ঘোষণা দেন।
বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) মিলে এই সহায়তা প্যাকেজ প্রদান করা হচ্ছে। সোমবার ইউক্রেনকে দেওয়ার জন্য ১০০ কোটি ডলার ছাড়ের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস ওয়ারশ স্কুল অব ইকোনমিকসে এক অনুষ্ঠানে বলেছেন, সংস্থাটি ইউক্রেনের স্বাস্থ্যকর্মীদের মজুরি, পেনশন এবং সামাজিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদানে সহায়তা করছে।
বিশ্বব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন, এই দেড় শ কোটি ডলারের মধ্যে আইডিএ দেবে ১০০ কোটি ডলার এবং বিশ্ব ব্যাংকের অন্যতম প্রধান ঋণদানকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি) দেবে বাকি ৪৭ দশমিক ২ কোটি ডলার।
ওই মুখপাত্র আরও জানিয়েছেন, পরিকল্পনাটি এখনো আগামী বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পূর্ণ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এদিকে, গত রোববার বিশ্বব্যাংক এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছর যুদ্ধের কারণে দেশটির অর্থনৈতিক উৎপাদন প্রায় ৪৫ শতাংশ কমে যাবে। কারণ, দেশটির ব্যবসা-বাণিজ্যের প্রায় অর্ধেকই বন্ধ রয়েছে, রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং অনেক উৎপাদনশীল খাতের উৎপাদন সক্ষমতা নষ্ট হয়ে গেছে।