হোম > বিশ্ব > ইউরোপ

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করলেন জেলেনস্কি

ইউক্রেনের আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা বা নো ফ্লাই জোন ঘোষণা করতে ন্যাটোর কাছে আবেদন করেছিল ইউক্রেন। কিন্তু ন্যাটো সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। গতকাল শুক্রবার ব্রাসেলসে বৈঠকের পর ন্যাটো তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ন্যাটোর এমন সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে। 

জেলেনস্কি গত রাতে এক ভাষণে বলেন, ‘আজ ইউক্রেনে যারা মারা যাচ্ছে, তারা আপনাদের কারণে, আপনাদের দুর্বলতার কারণে, আপনাদের ঐক্যের অভাবের কারণে মারা যাচ্ছে।’ 

গতকাল বৈঠকের পর ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে গেলে ন্যাটো বাহিনীকে রুশ বিমান ভূপাতিত করতে হবে। আর এটা করতে গেলে পুরো ইউরোপে যুদ্ধ লেগে যেতে পারে। তখন অনেক দেশ যুক্ত হবে এই যুদ্ধে। ন্যাটো এই সংঘাতের অংশ হতে রাজি নয়।’ 

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ব্যাপক বিধ্বংসী পরিণাম নেমে আসবে। এতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’ 

ন্যাটো মহাসচিবের এই বক্তব্যের পর গতকাল রাতে টেলিভিশনে ভাষণ দেন জেলেনস্কি। তিনি বলেন, ‘ন্যাটো আজ একটি ব্যর্থ সম্মেলন করল। অত্যন্ত দুর্বল সম্মেলন এটি। আজ তারা নো ফ্লাই জোন ঘোষণার প্রস্তাব নাকচ করে দিয়ে ইউক্রেনের শহর ও গ্রামগুলোতে আরও বেশি বোমা হামলার সবুজ সংকেত দিয়ে দিল।’ 

এখন থেকে ইউক্রেনের যত মানুষ মারা যাবে, তার দায় ন্যাটোকে নিতে হবে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা আলোর যোদ্ধা। ইউরোপের ইতিহাস আমাদের চিরকাল মনে রাখবে।’ 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার