ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে রুশ বাহিনীকে সহায়তা করতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বেলারুশ। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, বেলারুশ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। আজ থেকে তারা সেনা মোতায়েন শুরু করতে পারে।
এদিকে কিয়েভ ইনডিপেনডেন্ট একাধিক সূত্রের বরাত দিয়ে বলেছে, বেলারুশ তাদের প্যারাট্রুপারদের মোতায়েন করতে পারে।
রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বেলারুশের উত্তরে ইউক্রেনের সীমান্ত রয়েছে। বেলারুশের স্বৈরাচারী সরকার গতকাল রোববার তার অপারমাণবিক অবস্থান থেকে সরে আসার জন্য ভোট দিয়েছে। দেশটি রাশিয়ার জন্য পারমাণবিক অস্ত্র স্থাপনের পথ প্রশস্ত করেছে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাকে একটি ফোন কলে প্রতিশ্রুতি দিয়েছেন যে বেলারুশিয়ান সেনাদের ইউক্রেনে পাঠানো হবে না।