২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া ‘বিশেষ অভিযান’ চালিয়ে এখন পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীর হাতে ইউক্রেনের সেনাবাহিনী যে পরিমাণ সামরিক সরঞ্জাম হারিয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। এ ছাড়া, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি রেডিও স্টেশন ও ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য কেন্দ্র ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। শনিবার সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুসারে—রাশিয়ার সেনাবাহিনীর দাবি, তাঁরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি রেডিও স্টেশন ও ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য কেন্দ্র ধ্বংস করেছে।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে এখন পর্যন্ত ১৯৬টি ইউক্রেনীয় ড্রোন, ১৪৩৮টি ট্যাংক এবং অন্যান্য সাঁজোয়া যান, ১৪৫ টিরও বেশি রকেট লঞ্চার, ৫৫৬টি ফিল্ড আর্টিলারি এবং মর্টার, পাশাপাশি ১২৩৭টি বিশেষ ধরনের সামরিক যান ধ্বংস করেছে।
রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে—‘রাশিয়া বলেছে—তাঁরা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি সমরাস্ত্র গুদাম ধ্বংস করতে প্রথমবারের মতো নতুন কিনজল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ওডেসা বন্দরের নিকটবর্তী ইউক্রেনের সামরিক স্থাপনা ধ্বংস করতে জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যবহার করেছে।