হোম > বিশ্ব > ইউরোপ

এবার সুমিসহ ৫ শহরে যুদ্ধবিরতি

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির বেসামরিক মানুষদের নিরাপদ স্থানান্তরের জন্য ‘মানবিক করিডর’ খুলে দিতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এ ছাড়া কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভেসেলি নেবেনজিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ বাহিনী মঙ্গলবার মস্কোর সময় সকাল ১০টায় নতুন যুদ্ধবিরতি পালন করবে। এ সময় কিয়েভ, খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিউপোল শহরের বেসামরিক মানুষদের নিরাপদ স্থানান্তরের জন্য মানবিক করিডর খুলে দেবে। এসব শহরের বাসিন্দারা যেখানে খুশি সেখানে যেতে পারবে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের এই শহর রুশ বাহিনী আংশিকভাবে ঘেরাও করে রেখেছে। মাঝে মাঝেই গোলাবর্ষণ করছে তারা। গতকাল রাতে রুশ বিমান হামলায় এ শহরের অন্তত নয়জন নিহত হয়েছে। 

এরই মধ্যে আজ মঙ্গলবার শহরটিতে যুদ্ধবিরতির ঘোষণা এল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময় শহরের বাসিন্দারা নিরাপদে শহর ছেড়ে যেতে পারবে। 

ইউক্রেন কর্তৃপক্ষ রাশিয়াকে এ যুদ্ধবিরতির প্রতি সম্মান জানাতে আহ্বান জানিয়েছে। 

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, তারা ভারত, চীন ও অন্যান্য দেশ থেকে ইউক্রেনে আসা শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ারও পরিকল্পনা করছেন।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার