হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপের ‘সুপার কার্টেলের’ কাছ থেকে জব্দ ৩০ টন কোকেন, গ্রেপ্তার ৪৯ 

ইউরোপের বিভিন্ন দেশে অভিযান চালিয়ে কোকেন ব্যবসার সঙ্গে জড়িত একটি ‘সুপার কার্টেল’ ধ্বংস করেছে পুলিশ। এ সময় উদ্ধার করেছে প্রায় ৩০ টন কোকেন এবং গ্রেপ্তার করা হয়েছে ৪৯ জনকে। ইউরোপোলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইউরোপোল জানিয়েছে, এই কোকেন কার্টেলটি পরিচালনা করা হতো দুবাই এবং নেদারল্যান্ডস থেকে। ইউরোপ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্টেলটির পরিচালক হিসেবে প্রধান ৬ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে দুবাই থেকে। 

ইউরোপোল জানিয়েছে, পুলিশের এই অভিযান চালানো হয়েছে—বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং স্পেনে। এই সময় এসব থেকে পৃথক পৃথকভাবে এসব দেশ থেকে সব মিলিয়ে ৩০ টন কোকেন জব্দ করা হয়েছে। এই অভিযানে নেদারল্যান্ডস থেকে কার্টেলটির একজন বড় পর্যায়ের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি দুবাইকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের রটারডাম অ্যান্টেয়ার্প বন্দর দিয়ে দক্ষিণ আমেরিকা থেকে আসা কোকেন কেনাবেচা করত। 

ইউরোপোল বিবৃতিতে বলেছে, ‘এই কার্টেলটি ইউরোপোলের কাছে অতি কাঙ্ক্ষিত। এই কার্টেলটি ইউরোপের প্রায় এক-তৃতীয়াংশ কোকেন বাণিজ্য নিয়ন্ত্রণ করত। সন্দেহভাজনদের নিয়ন্ত্রণ ও পরিচালনায় ইউরোপে কোকেন আমদানির মাত্রা ছিল ব্যাপক এবং অভিযান পরিচালনার সময় আইন প্রয়োগকারীরা ৩০ টনেরও বেশি কোকেন জব্দ করেছে।’ 

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা