হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপের ‘সুপার কার্টেলের’ কাছ থেকে জব্দ ৩০ টন কোকেন, গ্রেপ্তার ৪৯ 

ইউরোপের বিভিন্ন দেশে অভিযান চালিয়ে কোকেন ব্যবসার সঙ্গে জড়িত একটি ‘সুপার কার্টেল’ ধ্বংস করেছে পুলিশ। এ সময় উদ্ধার করেছে প্রায় ৩০ টন কোকেন এবং গ্রেপ্তার করা হয়েছে ৪৯ জনকে। ইউরোপোলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইউরোপোল জানিয়েছে, এই কোকেন কার্টেলটি পরিচালনা করা হতো দুবাই এবং নেদারল্যান্ডস থেকে। ইউরোপ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্টেলটির পরিচালক হিসেবে প্রধান ৬ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে দুবাই থেকে। 

ইউরোপোল জানিয়েছে, পুলিশের এই অভিযান চালানো হয়েছে—বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং স্পেনে। এই সময় এসব থেকে পৃথক পৃথকভাবে এসব দেশ থেকে সব মিলিয়ে ৩০ টন কোকেন জব্দ করা হয়েছে। এই অভিযানে নেদারল্যান্ডস থেকে কার্টেলটির একজন বড় পর্যায়ের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি দুবাইকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের রটারডাম অ্যান্টেয়ার্প বন্দর দিয়ে দক্ষিণ আমেরিকা থেকে আসা কোকেন কেনাবেচা করত। 

ইউরোপোল বিবৃতিতে বলেছে, ‘এই কার্টেলটি ইউরোপোলের কাছে অতি কাঙ্ক্ষিত। এই কার্টেলটি ইউরোপের প্রায় এক-তৃতীয়াংশ কোকেন বাণিজ্য নিয়ন্ত্রণ করত। সন্দেহভাজনদের নিয়ন্ত্রণ ও পরিচালনায় ইউরোপে কোকেন আমদানির মাত্রা ছিল ব্যাপক এবং অভিযান পরিচালনার সময় আইন প্রয়োগকারীরা ৩০ টনেরও বেশি কোকেন জব্দ করেছে।’ 

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার