হোম > বিশ্ব > ইউরোপ

সুইডিশ রাজনীতিবিদদের বাধায় নোবেল অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে না ৩ দেশ

বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলের বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে না তিন দেশ। সুইডেনের রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে নোবেল কর্তৃপক্ষ। শনিবার নোবেল ফাউন্ডেশন বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, চলতি বছরে স্টকহোমে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানাবে না। আগের বছরেও রাশিয়া এবং বেলারুশকে নোবেল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। 

এর আগে নোবেল কমিটি জানিয়েছিল, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁরা এই তিনটি দেশকে আমন্ত্রণ জানাবে। প্রতিষ্ঠানটি বলেছিল, দেশগুলো যদি নোবেল পুরস্কারের মূল্যবোধের সঙ্গে একমত নাও হয় তারপরও তারা দেশগুলোকে আমন্ত্রণ জানাবে। 

নোবেল কমিটির এমন বক্তব্যের পর সুইডিশ রাজনৈতিক দলগুলো এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। এমনকি নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটেরও ঘোষণা দেয়। পরে রাজনৈতিক দলগুলোর চাপের মুখে সিদ্ধান্ত পাল্টায় নোবেল কমিটি। 
 
শনিবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সুইডিশদের তরফ থেকে তীব্র বাধা পেয়েছি, আমরা তাদের এই বাধাকে আমলে নিচ্ছি। তাই আমরা গত বছরের সিদ্ধান্তের পুনরাবৃত্তিরই সিদ্ধান্ত নিয়েছি—আমরা রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে স্টকহোমের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব না।’

প্রতিবছর সাধারণত অক্টোবরের শুরুর দিকে নোবেলর ৬টি ক্যাটাগরির মধ্যে পাঁচটির জয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। ডিসেম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পদক এবং অর্থ পুরস্কার তুলে ধরা হয়। তবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আলাদাভাবে এবং এর অনুষ্ঠান হয় নরওয়ের অসলোতে। উল্লেখ্য, নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের কীভাবে মনোনয়ন দেওয়া হয় সে বিষয়টি পরবর্তী ৫০ বছর গোপন রাখা হয়।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস