হোম > বিশ্ব > ইউরোপ

৪৫ দিনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস প্রতিবছর পাবেন ১ কোটি ৩০ লাখ টাকা

মাত্র ৪৫ দিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সদ্য পদত্যাগ করা লিজ ট্রাস। তবে দেশটির আইন অনুসারে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রতিবছর ১ লাখ ১৫ হাজার পাউন্ড (ডলারে তা ১ লাখ ২৯ হাজার ডলার) করে পাবে ভাতা হিসেবে। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ২৯ লাখ ৩৯ হাজার টাকারও বেশি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন অনুসারে, ব্রিটেনের পাবলিক ডিউটি কস্টস অ্যালাউয়েন্স (পিডিসিএ) আইনের আওতায় এই সুবিধা পাবেন। ১৯৯০ সালে এই আইনটি করা হয়। যাতে দেশটির সাবেক প্রধানমন্ত্রীরা দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পরও সচ্ছলভাবে তাদের জীবন চালিয়ে নিতে পারেন।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এই ভাতা দেওয়া হয় যাতে তাঁরা তাদের সামাজিক দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারেন। সব সাবেক প্রধানমন্ত্রীই পিডিসিএ সুবিধার আওতাভুক্ত হবেন।’ ২০১১ সালের আগে এই ভাতার পরিমাণ আরও একটু কম ছিল। পরে ২০১১ সালে তা সংশোধন করে প্রতিবছর ১ লাখ ১৫ হাজার পাউন্ড করে নির্ধারণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদ ছাড়েন লিজ ট্রাস। লিজ ট্রাস প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে এসে নিজে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন—কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবেও পদত্যাগ করেছেন।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন