হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপের ‘মোস্ট ওয়ান্টেড’ মার্কোকে মেক্সিকোতে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

ইউরোপের দেশগুলোতে নিরাপত্তা বাহিনীর কাছে ‘মোস্ট ওয়ান্টেড’ ছিলেন ৩২ বছর বয়সী মাদক ব্যবসায়ী মার্কো অ্যাবেন। এবার মেক্সিকোতে গুলি করে তাঁকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী এক ম্যাক্সিকান গ্যাং তাঁকে হত্যা করেছে।

এই বিষয়ে সোমবার এক প্রতিবেদনে যুক্তরাজ্য-ভিত্তিক ডেইলি স্টার বলেছে—একসময় ইউরোপোলের ‘মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস’ তালিকার শীর্ষে থাকা এই অপরাধী অবশেষে সহিংস মৃত্যুর শিকার হলেন।

প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে, মেক্সিকো সিটির উপকণ্ঠে আতিজাপান দে সারাগোজার একটি আবাসিক এলাকায় দুটি গাড়ির মাঝখানে পড়ে আছে একটি মৃতদেহ। শহর কর্তৃপক্ষ এটিকে মার্কোর মরদেহ হিসেবে নিশ্চিত করেছে।

মার্কোর হত্যাকাণ্ড এমন এক সময় ঘটল, যখন ম্যাক্সিকান কর্তৃপক্ষ ‘লস চাপিতোস’ কার্টেলের (মাদক সাম্রাজ্য) সঙ্গে সম্পৃক্ত এক সন্দেহভাজন পাইলটকে গ্রেপ্তারের পরিকল্পনা করছিল। ওই কার্টেলটি কুখ্যাত সিনালোয়া কার্টেলের একটি অংশ। বর্তমানে সিনালোয়া কার্টেল পরিচালনা করছেন ‘এল চাপো’ হিসেবে খ্যাত মেক্সিকোর কারাবন্দী মাদক সম্রাট গুজম্যানের ছেলেরা।

নিহত মার্কো নেদারল্যান্ডসের নাগরিক। ব্রাজিল থেকে নেদারল্যান্ডস পর্যন্ত একটি মাদক রুট পরিচালনার অভিযোগে তাঁর অনুপস্থিতিতেই দোষী সাব্যস্ত করা হয়েছিল তাঁকে। এর আগে বিচার থেকে বাঁচতে ২০২৪ সালের অক্টোবর মাসে মেক্সিকোর কুলিয়াকান শহরে চলমান গ্যাং সংঘাতের মধ্যে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন তিনি।

তবে মৃত্যুর নাটক সাজিয়েও লাভ হয়নি মার্কোর। চলতি মাসের শুরুতেই যুক্তরাজ্য ও আন্তর্জাতিক সংস্থাগুলো তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। পূর্ব লন্ডনের এক বন্দুক হামলায় জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। দুটি প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে ওই গোলাগুলির ঘটনায় ৯ বছরের এক শিশু মারাত্মকভাবে আহত হয়েছিল।

জানা গেছে, ২০১৪-১৫ সালের মধ্যে আনারস ভর্তি কন্টেইনারে করে ৪০০ কেজি কোকেন পাচারের জন্য ২০২০ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন মার্কো। এই অভিযোগে ২০২০ সালের অক্টোবরে তাঁকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

শাস্তি এড়াতেই তিনি ইউরোপ ছেড়ে পালিয়ে যান। ধারণা করা হয়, ২০২৩ সাল থেকে মেক্সিকোতে ছদ্মনামে বসবাস করছিলেন তিনি। সেখানে তিনি কুখ্যাত সিনালোয়া কার্টেলের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন বলে তদন্তকারীরা ধারণা করছেন।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা