হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে ট্যাংক ও পদাতিক যুদ্ধযান পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র

ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তা দিতে দেশটিতে ট্যাংক ও পদাতিক যুদ্ধযান পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র। স্থানীয় সময় মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।

চেক প্রজাতন্ত্রের সম্প্রচারমাধ্যম চেক টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে পাঁচটি ট্যাংক ও পাঁচটি পদাতিক যুদ্ধযান ইউক্রেনের দিকের রওনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত এক ভিডিও ফুটেজ থেকে বিষয়টি জানা গেছে।

চেক প্রজাতন্ত্রের পার্লামেন্টের নিম্ন কক্ষের ইউরোপ বিষয়ক কমিটির প্রধান আন্দ্রে বেনেসিক রয়টার্সকে জানিয়েছেন, তিনি তাঁর দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছ থেকে এই তথ্য পেয়েছেন। তবে চেক প্রতিরক্ষা বিভাগ বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছে।

চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী জন সেরনোচোয়া পার্লামেন্টে বলেছেন, তিনি ইউক্রেনে চেক সহায়তার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করবেন না। তিনি বলেছেন, ‘আমি শুধু আপনাদের আশ্বস্ত করব যে—চেক প্রজাতন্ত্র ইউক্রেনকে যতটা সম্ভব সাহায্য করছে এবং হালকা এবং ভারী উভয় ধরনের সামরিক সরঞ্জাম (সরবরাহ) দিয়ে সাহায্য করতে থাকবে।’

এদিকে, চে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, চেক প্রজাতন্ত্র গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে প্রায় ৪৫ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা পাঠিয়েছে। তবে ওই মুখপাত্র আরও বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট