হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে ট্যাংক ও পদাতিক যুদ্ধযান পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র

ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তা দিতে দেশটিতে ট্যাংক ও পদাতিক যুদ্ধযান পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র। স্থানীয় সময় মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।

চেক প্রজাতন্ত্রের সম্প্রচারমাধ্যম চেক টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে পাঁচটি ট্যাংক ও পাঁচটি পদাতিক যুদ্ধযান ইউক্রেনের দিকের রওনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত এক ভিডিও ফুটেজ থেকে বিষয়টি জানা গেছে।

চেক প্রজাতন্ত্রের পার্লামেন্টের নিম্ন কক্ষের ইউরোপ বিষয়ক কমিটির প্রধান আন্দ্রে বেনেসিক রয়টার্সকে জানিয়েছেন, তিনি তাঁর দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছ থেকে এই তথ্য পেয়েছেন। তবে চেক প্রতিরক্ষা বিভাগ বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছে।

চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী জন সেরনোচোয়া পার্লামেন্টে বলেছেন, তিনি ইউক্রেনে চেক সহায়তার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করবেন না। তিনি বলেছেন, ‘আমি শুধু আপনাদের আশ্বস্ত করব যে—চেক প্রজাতন্ত্র ইউক্রেনকে যতটা সম্ভব সাহায্য করছে এবং হালকা এবং ভারী উভয় ধরনের সামরিক সরঞ্জাম (সরবরাহ) দিয়ে সাহায্য করতে থাকবে।’

এদিকে, চে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, চেক প্রজাতন্ত্র গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে প্রায় ৪৫ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা পাঠিয়েছে। তবে ওই মুখপাত্র আরও বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন। 

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন