হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে ন্যাটোর সামরিক সহায়তা হামলার বৈধ টার্গেট: রাশিয়া

ইউক্রেনে ন্যাটোভুক্ত দেশগুলোর সামরিক সহায়তা পাঠানোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। বলেছে, ইউক্রেনে ন্যাটোর যেকোনো সামরিক সহায়তাকে হামলার বৈধ টার্গেট হিসেবে বিবেচনা করবে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সের্গেই শোইগু বলেছেন, ‘আমরা ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য অস্ত্র বা সরঞ্জাম বহন করে ইউক্রেনে আগত ন্যাটোর চালানকে হামলার একটি বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করব।’ 

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ন্যাটো তার মিত্রদেশগুলো ‘ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে উসকে দিচ্ছে’—এমন অভিযোগে তুলেছেন। 

এদিকে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকেই যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ রাশিয়ার বিরুদ্ধে নানা ধরনের অবরোধ-নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি নানা ধরনের অস্ত্র সহায়তাসহ আর্থিক সহায়তাও দিয়ে যাচ্ছে। 

সম্প্রতি, যুক্তরাজ্য বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম, রাডার সিস্টেম, জিপিএস জ্যামার এবং নাইট ভিশন ডিভাইসসহ ৩৭৬ মিলিয়ন ডলার সমমূল্যের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

এদিকে, রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এই পরিকল্পনায় গ্যাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্যাকেজের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা শেষ করে এনেছেন।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস