হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে ফিরল রাশিয়া

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে আবারও অংশগ্রহণ করতে যাচ্ছে তারা। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দিন আগে ইউক্রেন থেকে সারা বিশ্বে শস্য রপ্তানির চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেও তাঁরা আবারও সেই চুক্তিতে অংশগ্রহণ করবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাশিয়া কৃষ্ণ সাগরে ক্রিমিয়ার বন্দর সেভাস্তোপোলের নিকটবর্তী রুশ নৌবহরে ড্রোন হামলায় ইউক্রেনের হাত রয়েছে—এমন অভিযোগ এনে শস্য রপ্তানি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে মস্কো। পরে অবশ্য মস্কো জানিয়েছিল—রাশিয়া কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে হামলার বিষয়টি তদন্ত সাপেক্ষে চুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করবে। 

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ান ফেডারেশন বিবেচনা করছে যে—এই মুহূর্তে যেসব নিরাপত্তা গ্যারান্টিগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট এবং আমরা আবারও চুক্তির বাস্তবায়ন শুরু করতে পারি।’ 

এর আগে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছিলেন—রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরকে জানিয়েছিলেন, গত ২২ জুলাই তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানি করতে যে চুক্তি করা হয়েছিল তা আজ বুধবার থেকে পুনরায় কাজ কার্যকর হবে। এরদোয়ান বলেছিলেন, ‘আজ বুধবার দুপুর ১২টা থেকেই আগের মতোই শস্য রপ্তানি চুক্তি কার্যকর হবে।’ 

এরদোয়ান গতকাল মঙ্গলবার বলেছিলেন, ‘রাশিয়া একটু দ্বিধান্বিত আচরণ করছে, কারণ শস্য চুক্তি থেকে তারা সমান সুবিধা তুলে নিতে পারেনি। তারপরও আমরা মানবতার সেবায় আমাদের সংকল্পে আমরা অনড়।’ 

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট