হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে ফিরল রাশিয়া

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে আবারও অংশগ্রহণ করতে যাচ্ছে তারা। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দিন আগে ইউক্রেন থেকে সারা বিশ্বে শস্য রপ্তানির চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেও তাঁরা আবারও সেই চুক্তিতে অংশগ্রহণ করবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাশিয়া কৃষ্ণ সাগরে ক্রিমিয়ার বন্দর সেভাস্তোপোলের নিকটবর্তী রুশ নৌবহরে ড্রোন হামলায় ইউক্রেনের হাত রয়েছে—এমন অভিযোগ এনে শস্য রপ্তানি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে মস্কো। পরে অবশ্য মস্কো জানিয়েছিল—রাশিয়া কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে হামলার বিষয়টি তদন্ত সাপেক্ষে চুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করবে। 

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ান ফেডারেশন বিবেচনা করছে যে—এই মুহূর্তে যেসব নিরাপত্তা গ্যারান্টিগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট এবং আমরা আবারও চুক্তির বাস্তবায়ন শুরু করতে পারি।’ 

এর আগে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছিলেন—রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরকে জানিয়েছিলেন, গত ২২ জুলাই তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানি করতে যে চুক্তি করা হয়েছিল তা আজ বুধবার থেকে পুনরায় কাজ কার্যকর হবে। এরদোয়ান বলেছিলেন, ‘আজ বুধবার দুপুর ১২টা থেকেই আগের মতোই শস্য রপ্তানি চুক্তি কার্যকর হবে।’ 

এরদোয়ান গতকাল মঙ্গলবার বলেছিলেন, ‘রাশিয়া একটু দ্বিধান্বিত আচরণ করছে, কারণ শস্য চুক্তি থেকে তারা সমান সুবিধা তুলে নিতে পারেনি। তারপরও আমরা মানবতার সেবায় আমাদের সংকল্পে আমরা অনড়।’ 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট