হোম > বিশ্ব > ইউরোপ

ঝড়ের মধ্যে সৌদিয়া পাইলটের সাহসী অবতরণ

ছবি: গালফ নিউজ

তীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।

সৌদি গেজেটের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে—পাইলট কীভাবে প্রতিকূল আবহাওয়ায়ও বিমানের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন। ঝড়ের প্রবল বাতাসের কারণে বিমানটি বেশ বাজেভাবে দুলছিল। তারপরও অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে অবতরণ করান পাইলট।

জানা গেছে, ‘স্টর্ম বার্ট’ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ব্যাপক ক্ষতি করেছে। উত্তর ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত, বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। নিউক্যাসল বিমানবন্দরের ফ্লাইটগুলো বেলফাস্ট এবং এডিনবরায় ঘুরিয়ে দেওয়া হয়। এ ছাড়াও অনেক রাস্তায় যান চলাচল বন্ধ এবং ট্রেনের পরিষেবাও বাতিল করা হয়।

ঝড়ের মতো প্রতিকূল পরিস্থিতিতে সৌদিয়া পাইলটের পেশাদারিত্ব এবং আত্মবিশ্বাসকে একটি অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট