হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী বুলগেরিয়া

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে বুলগেরিয়া। দেশটির প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেছেন, তারা চাইলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করতে পারে বুলগেরিয়া। বুলগেরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সমন্বয় করে আলোচনার জন্য জায়গা নির্ধারণ করবে বুলগেরিয়া—এমনটি বলেছেন প্রেসিডেন্ট রুমেন রাদেভ। 

রাদেভ আরও বলেছেন, ‘আমরা ইইউর সদস্য। ইউরোপে চলমান এই সংকট সমাধানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা উচিত।’ 

যুক্তরাজ্যের ইউরোপ ও উত্তর আমেরিকাবিষয়ক প্রতিমন্ত্রী জেমস ক্লেভারলি ইউক্রেন-সংকট নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করতে গতকাল শুক্রবার বুলগেরিয়ায় গেছেন। ক্লেভারলি বলেন, ন্যাটোর মিত্র হিসেবে যুক্তরাজ্য ও বুলগেরিয়া অবশ্যই রাশিয়ার এই অযাচিত আক্রমণের বিরোধিতা করে। 

ক্লেভারলি আরও বলেন, বুলগেরিয়াই প্রথম দেশ, যারা তাদের আকাশ রুশ বিমানের জন্য নিষিদ্ধ করেছে। 

এর আগে গত ১০ মার্চ তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সেই আলোচনা শেষ হয়েছে। তারও আগে বেলারুশের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কোনো আলোচনাই শেষ পর্যন্ত যুদ্ধ থামাতে পারেনি। এবার বুলগেরিয়া আলোচনা আয়োজনের প্রস্তাব দিল। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার