হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী বুলগেরিয়া

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে বুলগেরিয়া। দেশটির প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেছেন, তারা চাইলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করতে পারে বুলগেরিয়া। বুলগেরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সমন্বয় করে আলোচনার জন্য জায়গা নির্ধারণ করবে বুলগেরিয়া—এমনটি বলেছেন প্রেসিডেন্ট রুমেন রাদেভ। 

রাদেভ আরও বলেছেন, ‘আমরা ইইউর সদস্য। ইউরোপে চলমান এই সংকট সমাধানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা উচিত।’ 

যুক্তরাজ্যের ইউরোপ ও উত্তর আমেরিকাবিষয়ক প্রতিমন্ত্রী জেমস ক্লেভারলি ইউক্রেন-সংকট নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করতে গতকাল শুক্রবার বুলগেরিয়ায় গেছেন। ক্লেভারলি বলেন, ন্যাটোর মিত্র হিসেবে যুক্তরাজ্য ও বুলগেরিয়া অবশ্যই রাশিয়ার এই অযাচিত আক্রমণের বিরোধিতা করে। 

ক্লেভারলি আরও বলেন, বুলগেরিয়াই প্রথম দেশ, যারা তাদের আকাশ রুশ বিমানের জন্য নিষিদ্ধ করেছে। 

এর আগে গত ১০ মার্চ তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সেই আলোচনা শেষ হয়েছে। তারও আগে বেলারুশের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কোনো আলোচনাই শেষ পর্যন্ত যুদ্ধ থামাতে পারেনি। এবার বুলগেরিয়া আলোচনা আয়োজনের প্রস্তাব দিল। 

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম