হোম > বিশ্ব > ইউরোপ

ভূমিকম্প: উদ্ধারে ধীর গতির কথা স্বীকার করলেন এরদোয়ান

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পের পর সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া, উদ্ধারকাজে ধীর গতি ও ত্রাণ বিতরণে সমস্যা ছিল বলে স্বীকার করেছেন। আজ বুধবার দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চল পরিদর্শনের পর এ কথা স্বীকার করেন এরদোয়ান।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর এরদোয়ান বলেন, ‘সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীদের দেরিতে পৌঁছানো নিয়ে আমি হতাশ। তবে এখন উদ্ধারকর্মীরা স্বাভাবিকভাবে কাজ করছেন। প্রতিশ্রুতি দিচ্ছি যে কেউ গৃহহীন থাকবে না।’

এদিকে ভূমিকম্পের পর দক্ষিণ তুরস্কের মানুষজন শৈত্যপ্রবাহের মধ্য আশ্রয় এবং খাবারের সন্ধান করেছিলেন। ধ্বংসস্তূপের আশপাশেই অপেক্ষা করেছিলেন যেখানে পরিবারের সদস্য এবং বন্ধুরা চাপা পড়েছেন। প্রতিবেশী দেশ সিরিয়াতেও একই রকম অভিযোগ পাওয়া গেছে, সেখানে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও নিহতের সংখ্যা বেড়েছে।

ইতিমধ্য দুই দেশের মৃত্যুর সংখ্যা ১২ হাজারে ছুঁই ছুঁই। উভয় দেশের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, অনেক শহরে শতাধিক ভবন ধসে পড়েছে যেখানে মানুষেরা ঘুমিয়ে ছিল। ভূমিকম্পের পর দক্ষিণ তুরস্ক এবং সিরিয়ার পরিবারগুলো গাড়িতে বা রাস্তায় দ্বিতীয় রাত কাটিয়েছেন। ১৯৯৯ সালের পর তুরস্কের সবচেয়ে মারাত্মক দুর্যোগ এটি।

এদিকে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকেই অভিযোগ করছিলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সরকারের আগ্রহের কমতি রয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোকে উপেক্ষা করা হয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট