চলমান যুদ্ধ থামাতে আবারও বৈঠকে বসবে রাশিয়া ও ইউক্রেন। আগামী সোমবার তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে দেশ দুটি। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক ফেসবুক পোস্টে ইউক্রেনীয় আলোচক ডেভিড আরাখেমিয়া বলেছেন, ‘চলমান যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়া আলোচনায় বসবে।’ তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে রাশিয়ার পক্ষ থেকেও চলমান যুদ্ধের অবসানে সোমবার আলোচনা হতে পারে বলে জানানো হয়েছিল। তবে তারা এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর দেশ দুটি দুই দফায় আলোচনায় বসে। প্রথম দফায় গত ২৮ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফায় ৩ মার্চ বৈঠকে বসে। তবে এসব বৈঠকে যুদ্ধ বন্ধে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রাশিয়া ও ইউক্রেন।