হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জেলেনস্কির

রুশ আক্রমণের মুখে এমনিতেই নাজেহাল অবস্থা ইউক্রেনের। এর মধ্যে জেলেনস্কি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। সমালোচনার মুখে এবার সরকার ও নিরাপত্তা পরিষেবাগুলোতে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। 

সোমবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ ঘোষণা দেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি তাঁর ভিডিও বার্তায় কাকে কোন পদে পরিবর্তন করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। 

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আজ কিংবা আগামীকাল মন্ত্রণালয় ও নিরাপত্তা পরিষেবার বিভিন্ন স্তরে পরিবর্তন আনা হবে।’ মন্ত্রীদের ব্যক্তিগত বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও জানান জেলেনস্কি। 

এর আগে জেলেনস্কি সরকারের এক মন্ত্রীর বিরুদ্ধে খাদ্যদ্রব্য মজুত করে উচ্চমূল্যে বিক্রির জন্য চুক্তির অভিযোগ ওঠে। 

গত রোববার দুর্নীতি দমনের দায়িত্বে থাকা পুলিশ জানায়, দুর্নীতির অভিযোগে দেশটির অবকাঠামো মন্ত্রীকে আটক করা হয়েছে। 

ইউক্রেনীয় মিডিয়া জানিয়েছে, জেলেনস্কির এই ঘোষণার পর মন্ত্রণালয় ও নিরাপত্তা পরিষেবায় বড় পরিবর্তন আসতে পারে। 

উল্লেখ্য, ২০২১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচক অনুসারে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ইউক্রেনের অবস্থান ১২২তম। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট