ইউক্রেনের আহ্বানে বিদেশি স্বেচ্ছাসেবক হিসেবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে আনুমানিক ৩ হাজার মার্কিন নাগরিক ইউক্রেনে গেছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেন দূতাবাসের একজন প্রতিনিধি মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে এ কথা বলেছেন। আজ রোববার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করছে। তবে ওই প্রতিবেদনে ইউক্রেন দূতাবাসের প্রতিনিধির নাম উল্লেখ করা হয়নি।
কিছুদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধে সাহায্য করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি ‘আন্তর্জাতিক সৈন্য দল’ গঠনের আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে এই মার্কিনিরা ইউক্রেনে গেছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস লিখেছে, হেক্টর নামের এক প্রাক্তন মার্কিন নৌসেনা গত শুক্রবার ইউক্রেনের উদ্দেশে ফ্লাইটে উঠেছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চান। হেক্টর বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এসব নিষেধাজ্ঞা এই মুহূর্তে ইউক্রেনকে কোনো সাহায্যই করতে পারবে না। ইউক্রেনের দরকার লড়াই করার জন্য সৈন্য।
ভয়েস অব আমেরিকার বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে আগ্রহী, তারা তাদের ইউক্রেনীয় দূতাবাসে গিয়ে আবেদন করতে পারেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের মাটিতে যুদ্ধের জন্য সৈন্য পাঠাচ্ছে না, তবে দেশটির লড়াইয়ে সাহায্য করার জন্য ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে। এ ছাড়া রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ নানা বিধিনিষেধ আরোপ করছে পশ্চিমা দেশগুলো।
কয়েক দিন আগে জেলেনস্কি অনুমানের ভিত্তিতে বলেছিলেন, অন্তত ১৬ হাজার বিদেশি নাগরিক ইউক্রেন যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন।