হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনের সঙ্গে আলোচনা চান জেলেনস্কি, বিশ্বাস করছে না রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ইন্দোনেশিয়ার একটি থিংক ট্যাংকের সঙ্গে আলাপকালে জেলেনস্কি এ কথা জানিয়েছেন। তবে জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। বার্তা সংস্থা রয়টার্স এবং মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কির দাবি, রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী নয় ইউক্রেন। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে আলোচনা না করেও উপায় নেই। তবে রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের কারণেই দুই দেশের মধ্যকার আলোচনা স্থবির হয়ে পড়েছে। দেশটির অভিযোগ, ইউক্রেনের দ্বান্দ্বিক বক্তব্যই দুই দেশের আলোচনা ফলপ্রসূ হওয়ার অন্যতম বাধা। 

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী নয়। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তার মুখোমুখি আমাদের হতেই হবে। কারণ, যুদ্ধ বন্ধ করতে এর কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার অনেক বিষয় রয়েছে। তবে, আমি বলতে চাই, ইউক্রেনের জনগণ তাঁর সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে নেই। কিন্তু আমরা যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি, তা আমাদের স্বীকার করে নিতেই হবে।’ 

জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা তাঁর সঙ্গে আলাপ থেকে কি চাই?...আমরা আমাদের জীবনের নিশ্চয়তা চাই। আমাদের স্বাধীন-সার্বভৌম অঞ্চলের মধ্যে অবস্থিত প্রতিটি মানুষের জীবনের নিশ্চয়তা চাই।’ এ সময় তিনি অভিযোগ করেন, রাশিয়া গুরুত্বপূর্ণ আলোচনার জন্য কোনো আগ্রহই দেখাচ্ছে না। 

তবে ক্রেমলিনের দাবি, ইউক্রেনের দ্বান্দ্বিক অবস্থানের কারণেই দুই দেশের মধ্যকার আলোচনা স্থবির হয়ে রয়েছে। শুক্রবার রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। 

এক বিবৃতিতে পেসকভ বলেন, ‘এই মুহূর্তে আলোচনা স্থবির হয়ে আছে ইউক্রেনেরই কারণে। কারণ, দেশটির নেতৃবৃন্দ প্রতিনিয়ত এমন সব মন্তব্য করছে, যা তাদের নিজেদের বক্তব্যের সঙ্গেই সাংঘর্ষিক। তারা আমাদের বুঝতেই দিচ্ছে না, তারা আসলে কী চায়।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট