হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যের আকাশসীমা রুশ বিমান প্রবেশ দণ্ডনীয় অপরাধ 

যুক্তরাজ্যের আকাশসীমায় যেকোনো ধরনের রুশ বিমান প্রবেশকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে দেশটি। মঙ্গলবার এক টুইটের মাধ্যমে যুক্তরাজ্যের পরিবহন সচিব গ্র্যান্ট শ্যাপস বিষয়টি জানিয়েছেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় মস্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির বিমান কর্তৃপক্ষের পরিবর্তে পুলিশ বিভাগ এই নিষেধাজ্ঞার বিষয়টি তদারকি করবে। 

বুধবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘তাঁদের জানা উচিত, আমরা তাঁদের বিমান বাজেয়াপ্ত করতে পারি এটিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে পরিণত করতে পারি।’ এ ছাড়া এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নতুন এই আইন এরই মধ্যে যুক্তরাজ্যে উপস্থিত রাশিয়ায় বিমানগুলোকে আটক করতে সরকারকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে।’ 

বিষয়টি এখানেই সীমাবদ্ধ নেই। বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দপ্তর রাশিয়ায় বিমান ও মহাকাশ-সংক্রান্ত পণ্য ও প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করে নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এ ছাড়া রয়েছে, সেক্টরে বিমা পলিসি বাতিল করা এবং যুক্তরাজ্যের বিমাকারীদের দাবি পরিশোধ করতে নিষেধ করা অন্যতম। 

এর আগে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরপরই ব্রিটেন প্রাথমিকভাবে ‘রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিমালিকানাধীন, চার্টার্ড বা পরিচালিত বা রাশিয়াতে নিবন্ধিত’ যে কোনো ধরনের বিমান যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করেছিল। 

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন