ইউক্রেনের সেভেরোদনেৎস্কে বৃহস্পতিবারের রুশ হামলায় ১ হাজার ৫০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন সেখানকার স্থানীয় মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেছেন, শহরটিতে ১২ থেকে ১৩ হাজার মানুষ এখনো আছে।সেখানে রুশ সেনাদের হামলায় ৬০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। ওই অঞ্চল থেকে মাত্র ১২ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
দনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোদনেৎস্ক শহরটিই একমাত্র ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সেভেরোদনেৎস্ক দখলে নিতে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্য প্রত্যাহার করে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে মনোনিবেশ করার পর গত এপ্রিলের মাঝামাঝি থেকেই সেভেরোদনেৎস্ক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না।