হোম > বিশ্ব > ইউরোপ

ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড ও সুইডেনকে ‘দুর্ভোগ’ পোহাতে হবে: রাশিয়া

ফিনল্যান্ড ও সুইডেন যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো প্রতিরক্ষা জোটে যোগ দেয়, তবে কঠিন ‘দুর্ভোগ’ পোহাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ হামলা ফিনল্যান্ড ও সুইডেনের সাধারণ মানুষ ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দেশটির সামরিক নিরপেক্ষ নীতি নাটকীয়ভাবে ইউটার্ন নিয়েছে। ফিনল্যান্ড জানিয়েছে, তারা এ সপ্তাহের মধ্যে ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে সুইডেনও ন্যাটো জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে। 

এরপরই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, ‘ন্যাটোতে যোগ দেবে কি দেবে না, সেই সিদ্ধান্ত সুইডেন ও ফিনল্যান্ডের কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। তবে যোগ দেওয়ার আগে তাদের ও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ইউরোপের সামগ্রিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা উচিত। এ ধরনের পদক্ষেপের পরিণতি কী হতে পারে সেটিও তাদের বিবেচনায় রাখা দরকার।’ 

মারিয়া জাখারোভা আরও বলেন, ‘ন্যাটোতে যোগ দিলেই ফিনল্যান্ড ও সুইডেনের মর্যাদা আন্তর্জাতিকভাবে খুব শক্তিশালী হবে—এমন সম্ভাবনা খুবই কম। দেশ দুটির জোট নিরপেক্ষ নীতি একটি নির্ভরযোগ্য নিরাপত্তা দেয়। কিন্তু যখন তারা একটি সামরিক জোটের সদস্য হবে তখন তারা আর এই নিরাপত্তা নির্ভরতা জোরদার করতে সক্ষম হবে না।’ 

এদিকে গতকাল বৃহস্পতিবার সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘ফিনল্যান্ড কিংবা সুইডেন যদি ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে রাশিয়া তিনটি বাল্টিক রাষ্ট্র এবং স্ক্যান্ডিনেভিয়ার কাছাকাছি পারমাণবিক অস্ত্র স্থাপন করবে।’

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার