ইউক্রেনে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়ার সেনারা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ শনিবার এমনটি জানানো হয়েছে।
একটি টুইট বার্তায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ান সামরিক বাহিনীর বারবার আক্রমণ সত্ত্বেও ইউক্রেনের বাহিনী গুরুত্বপূর্ণ শহরগুলো ধরে রেখেছে।
বিবৃতিতে বলা হয়, রাশিয়ান বাহিনী রাজধানী কিয়েভকে নিয়ন্ত্রণে নেওয়ার চারপাশ থেকে হামলা শুরু করেছে। কিন্তু ইউক্রেনের সশস্ত্র বাহিনীর শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ার বাহিনী দক্ষিণ ইউক্রেনের মারিউপোল এবং মেলিতোপোল শহরের মধ্যে একটি এলাকায় জল ও স্থলপথে একটি আক্রমণ শুরু করেছে।