হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার তেল আমদানি বন্ধের পরিকল্পনায় একমত ইইউ

রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশেরও বেশি তেল আমদানি বন্ধের পরিকল্পনায় একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তবে এ সিদ্ধান্ত পাইপলাইনের মাধ্যমে তেল আমদানিকে প্রভাবিত করবে না বলেও জানিয়েছেন তাঁরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নেতারা অংশ নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল বলেছেন, ‘এ সিদ্ধান্তের কারণে রুশ যুদ্ধের অর্থায়নের একটি বিরাট উৎস বন্ধ হয়ে যাবে।’ এ ছাড়া রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সবারব্যাংক ও রাষ্ট্রায়ত্ত তিনটি সম্প্রচারমাধ্যমের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতেও ইইউ একমত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এসব সিদ্ধান্ত নিতে গিয়ে ইইউ নেতাদের ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক করতে হয়েছে। কারণ হাঙ্গেরি ছিল এই সিদ্ধান্তের বিরোধিতাকারী। দেশটি রাশিয়ার কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি বন্ধের বিষয়ে রাজি ছিল না। কারণ হাঙ্গেরি তার চাহিদার ৬৫ শতাংশ তেল পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে আমদানি করে।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়বে। কারণ জার্মানি ও পোল্যান্ড এ বছরের শেষ নাগাদ তাদের পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি বন্ধ করতে স্বেচ্ছায় কাজ করেছে।’

এক মাস আগে রাশিয়া থেকে তেল আমদানির ব্যাপারে নিষেধাজ্ঞার প্রস্তাব উত্থাপন করেছিল ইউরোপীয় কমিশন। কিন্তু হাঙ্গেরির বিরোধিতার কারণে সিদ্ধান্ত নিতে এত দিন বিলম্ব হলো।

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া