হোম > বিশ্ব > ইউরোপ

এটি সন্ত্রাসী হামলা নয়, হামলাকারী মানসিক বিকারগ্রস্ত: ডেনমার্ক পুলিশ

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এটি সন্ত্রাসী হামলা নয়, হামলাকারী মানসিক বিকারগ্রস্ত। ডেনমার্ক পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

কোপেনহেগেনের পুলিশ ইন্সপেক্টর সোরেন থমাসেন বলেছেন, হামলাকারী ব্যক্তি একজন মানসিক রোগী। 

ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন রোববার এক বিবৃতিতে বলেন, ‘রোববার একটি নিষ্ঠুর হামলার শিকার হয়েছে ডেনমার্ক। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। আমি এমন কঠিন পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে থাকার এবং পাশে থেকে একে অপরকে সহায়তা করার আহ্বান জানাই।’ 

হামলার রাতে শপিংমলের সামনে এক কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল ৫৩ বছর বয়সী আইটি কনসালট্যান্ট হ্যান্স ক্রিশ্চিয়ান স্টলটজের। তিনি বলেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা। এটি খুবই ভয়াবহ। একজন মানুষ কীভাবে এটি করতে পারে।’ 

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে টহল দিচ্ছে। শপিংমল থেকে লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে আসছেন। 

উল্লেখ্য, যে শপিংমলে হামলা হয়েছে সেটি ডেনমার্কের অন্যতম বড় শপিংমল। ‘ফিল্ডস শপিং সেন্টার’ নামের শপিংমলটি কোপেনহেগেনের উপকণ্ঠে অবস্থিত। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট