হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনকে শেষ না করলে যুদ্ধ শেষ হবে না: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনকে শেষ না করলে এই যুদ্ধ শেষ হবে না। তিনি বলেছেন, পুতিন ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ শেষ করবেন না, যতক্ষণ না আমরা তাঁকে শেষ করে দেব। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

লিথুয়ানিয়া সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভিলনিয়াসে দেশটির প্রেসিডেন্ট গীতানাস নুসিয়েদার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ ও পুতিনকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা যদি এই বিষয়টি (ইউক্রেন যুদ্ধ) প্রতিহত না করি—আমরা সম্প্রতি ফিনল্যান্ড, উজবেকিস্তানের স্বাধীনতা ইত্যাদি সম্পর্কে শুনেছি—তিনি (পুতিন) কোনো কিছুই শেষ করবেন না, যতক্ষণ না আমরা সবাই মিলে তাকে শেষ না করি।’ 

এ সময় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ধ্বংস করার আগে রাশিয়ার প্রেসিডেন্ট সন্তুষ্ট হবেন না। তিনি আরও বলেন, তিনি (পুতিন) জানেন, কিয়েভ পরাজিত না হলে তাঁর সবকিছুই হুমকির মুখে পড়ে যাবে। তিনি বলেন, ‘এটি কী শুনতে আনন্দদায়ক? সম্ভবত না। কারণ এটি চ্যালেঞ্জ এবং এই যুদ্ধ একটি ভয়াবহ ট্র্যাজেডি। এতে ইতিবাচক কিছুই নেই।’ এ সময় তিনি সতর্ক করে বলেন, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এবং মলদোভাও রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে। 

অংশীদারদের তরফ থেকে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ প্রতিহত করা বন্ধ করতে কিয়েভের ওপর কোনো চাপ নেই বলেও জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। আমি সে বিষয়ে গণমাধ্যমে শুনেছি, পড়েছি এবং আমি এ বিষয়ে অবগত। বিভিন্ন আলোচনা আছে, তবে আমি মনে করি—অংশীদারেরা এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের এ বিষয়ক সংকেত দিতে প্রস্তুত নয়। অন্তত, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’ 

সংবাদ সম্মেলনে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট নুসিয়েদা বলেন, তাঁর দেশ ইউক্রেনকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা আমাদের স্টেট ডিফেন্স কাউন্সিলে ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে দেওয়ার জন্য ২০০ মিলিয়ন ইউরোর সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছি।’ 

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চলতি জানুয়ারি মাসেই ইউক্রেনে গোলাবারুদ, জেনারেটর ও বিস্ফোরক পাঠাব এবং ফেব্রুয়ারিতে এম-৫৭৭ সাঁজোয়া যান পাঠাব।’ তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণও দেব।’

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস