হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে ন্যাটোর সহায়তা কোনো উসকানি নয়: ন্যাটো মহাসচিব

ইউক্রেনকে ন্যাটোর তরফ থেকে সহায়তা দেওয়া কোনো ধরনের উসকানিমূলক আচরণ নয়। বরং একটি স্বাধীন রাষ্ট্রকে সহায়তা দেওয়া। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর প্রধান কার্যালয়ে সদস্য দেশগুলো প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এই কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

পোপ ফ্রান্সিসের মন্তব্য, ইউক্রেন যুদ্ধ হয় কেউ ইচ্ছে করেই বাঁধিয়েছে আর নয়তো ইচ্ছে করেই তা আটকানো হয়নি—প্রসঙ্গে স্টলটেনবার্গ বলেন, ন্যাটো একটি আত্মরক্ষামূলক জোট এবং এই যুদ্ধ একান্তভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধ। 

স্টলটেনবার্গ বলেন, এটা হলো সেই যুদ্ধ যা পুতিন একটি স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে চালিয়েছে যেতে ইচ্ছা পোষণ করেছেন। এবং ন্যাটো দীর্ঘ সময় ধরে ইউরোপের অন্যান্য সার্বভৌম দেশের মতো ইউক্রেনকেও সমর্থন দিয়ে যাওয়ার চেষ্টা করেছে।’ 

ইউক্রেনকে সহায়তা এবং সমর্থন কোনো ধরনের উসকানি নয় উল্লেখ করে ন্যাটো মহাসচিব বলেন, ‘এটি কোনো উসকানি নয় এবং আমরা এটি চালিয়ে যাব। ইউক্রেনের মতো একটি স্বাধীন দেশের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য প্রেসিডেন্ট পুতিন এবং মস্কো এককভাবে দায়ী।’ 

এর আগে, গত মঙ্গলবার ইতালির সংবাদপত্র লা স্তাম্পাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ হয় ইচ্ছে করেই শুরু করা হয়েছে নয়তো ইচ্ছে করেই তা থামানো হয়নি। মঙ্গলবার ইতালির সংবাদপত্র লা স্তাম্পাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এ কথা বলেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে পোপ ফ্রান্সিস বলেন, ‘এই যুদ্ধে আমরা যা দেখছি তা হলো রাশিয়ার সৈন্য এবং ভাড়াটে যোদ্ধাদের নির্মমতা এবং নৃশংসতা।’ এর আগেও পোপ একাধিকবার অভিযোগ করেছেন, রাশিয়া চেচনিয়া এবং সিরিয়া থেকে আসা ভাড়াটেদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে যুদ্ধ করাচ্ছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট