হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে ন্যাটোর সহায়তা কোনো উসকানি নয়: ন্যাটো মহাসচিব

ইউক্রেনকে ন্যাটোর তরফ থেকে সহায়তা দেওয়া কোনো ধরনের উসকানিমূলক আচরণ নয়। বরং একটি স্বাধীন রাষ্ট্রকে সহায়তা দেওয়া। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর প্রধান কার্যালয়ে সদস্য দেশগুলো প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এই কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

পোপ ফ্রান্সিসের মন্তব্য, ইউক্রেন যুদ্ধ হয় কেউ ইচ্ছে করেই বাঁধিয়েছে আর নয়তো ইচ্ছে করেই তা আটকানো হয়নি—প্রসঙ্গে স্টলটেনবার্গ বলেন, ন্যাটো একটি আত্মরক্ষামূলক জোট এবং এই যুদ্ধ একান্তভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধ। 

স্টলটেনবার্গ বলেন, এটা হলো সেই যুদ্ধ যা পুতিন একটি স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে চালিয়েছে যেতে ইচ্ছা পোষণ করেছেন। এবং ন্যাটো দীর্ঘ সময় ধরে ইউরোপের অন্যান্য সার্বভৌম দেশের মতো ইউক্রেনকেও সমর্থন দিয়ে যাওয়ার চেষ্টা করেছে।’ 

ইউক্রেনকে সহায়তা এবং সমর্থন কোনো ধরনের উসকানি নয় উল্লেখ করে ন্যাটো মহাসচিব বলেন, ‘এটি কোনো উসকানি নয় এবং আমরা এটি চালিয়ে যাব। ইউক্রেনের মতো একটি স্বাধীন দেশের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য প্রেসিডেন্ট পুতিন এবং মস্কো এককভাবে দায়ী।’ 

এর আগে, গত মঙ্গলবার ইতালির সংবাদপত্র লা স্তাম্পাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ হয় ইচ্ছে করেই শুরু করা হয়েছে নয়তো ইচ্ছে করেই তা থামানো হয়নি। মঙ্গলবার ইতালির সংবাদপত্র লা স্তাম্পাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এ কথা বলেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে পোপ ফ্রান্সিস বলেন, ‘এই যুদ্ধে আমরা যা দেখছি তা হলো রাশিয়ার সৈন্য এবং ভাড়াটে যোদ্ধাদের নির্মমতা এবং নৃশংসতা।’ এর আগেও পোপ একাধিকবার অভিযোগ করেছেন, রাশিয়া চেচনিয়া এবং সিরিয়া থেকে আসা ভাড়াটেদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে যুদ্ধ করাচ্ছে।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস