হোম > বিশ্ব > ইউরোপ

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে মন্তব্যের জেরে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

বরখাস্ত হয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জেমস ক্লেভারলি। এক বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার পর ঋষি সুনাকের মন্ত্রিসভায় জেমস ক্লেভারলি পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ক্ষমতা গ্রহণের ১৩ মাস পর এটিই ঋষি সুনাকের মন্ত্রিসভায় বড় রদবদলের ঘটনা।

লন্ডনের রাস্তায় ফিলিস্তিনিপন্থী মিছিলে পুলিশের আচরণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আজ সোমবার দিনের শুরুতে সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রীর কার্যালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, সুয়েলা ব্রেভারম্যানকে পদত্যাগ করতে বলেছেন ঋষি সুনাক। সুয়েলা ব্রেভারম্যান তা মেনে নিয়েছেন।

গত সপ্তাহে দ্য টাইমসে বিস্ফোরক এক নিবন্ধ লেখেন সুয়েলা ব্রেভারম্যান। সেখানে তিনি লেখেন, লন্ডনের রাজপথে জাতীয়তাবাদী এবং অতি ডানপন্থীদের চেয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে অপেক্ষাকৃত নরম আচরণ করেছে পুলিশ। তাঁর নিবন্ধটি ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি ভালোভাবে নেয়নি। তাঁর মন্তব্যের নিন্দা করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা এবং সংসদ সদস্যরাও।

প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে এরপর সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন অনেকেই। ব্রেভারম্যানের বিরুদ্ধে পুলিশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করা এবং ইচ্ছাকৃতভাবে বিভাজন সৃষ্টি করার অভিযোগ করেছে বিরোধী লেবার পার্টি। কনজারভেটিভ পার্টির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য তখন বিবিসিকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ভট আচরণ আমাদের প্রধানমন্ত্রীর মধ্যেও প্রতিফলিত হচ্ছে। তাঁকে পদে বহাল রাখা প্রধানমন্ত্রীর জন্যও ক্ষতিকর।’

গত শনিবার লন্ডনে ফিলিস্তিনপন্থী লাখ লাখ বিক্ষোভকারী পথে নামে। তাঁদের হাত থেকে স্মৃতিসৌধ রক্ষার উদ্দেশ্যে পাল্টা বিক্ষোভ করতে রাজপথে অবস্থান নেয় কট্টর ডানপন্থীরা। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী এবং ডানপন্থী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। প্রায় ১৪৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ—যার মধ্যে বেশির ভাগই ছিল ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের থেকে স্মৃতিসৌধ রক্ষার উদ্দেশ্যে রাজপথে নামা ডানপন্থী আন্দোলনকারী। পুলিশের এই আচরণের সমালোচনাই করেছিলেন সুয়েলা ব্রেভারম্যান।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট