হোম > বিশ্ব > ইউরোপ

প্রথম দিনের অভিযান সফল, দাবি রাশিয়ার

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রথম দিন সফল হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এমন দাবি করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সৈন্যদলের জন্য নির্ধারিত প্রথম দিনের সব কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ইগর কোনাশেনকভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ বাহিনী প্রথম দিনের অভিযানে ইউক্রেনের ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেনের পুলিশ জানিয়েছে, দিনের শুরু থেকে রাশিয়া ২০৩টি হামলা চালিয়েছে। ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাজার হাজার সৈন্য কিয়েভ ঘিরে ফেলেছে। দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণ সাগর এবং দক্ষিণ-পূর্বে আজভ সাগর থেকে উপকূলে সৈন্য অবতরণ করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর-পূর্বে সুমি ও খারকিভ এবং দক্ষিণে খেরসন ও ওডেসা অঞ্চলে ভয়াবহ লড়াই হয়েছে। রাত নামার সঙ্গে সঙ্গে ইউক্রেনের মাটিতে যা ঘটেছে তা খুবই ভয়াবহ। 

ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের একজন উপদেষ্টা জানিয়েছেন, রুশ বাহিনী রাজধানী থেকে মাত্র ৯০ কিলোমিটার উত্তরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের হোস্টোমেল বিমানবন্দর দখল করেছে। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনীয়দের তাদের দেশ রক্ষার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত যে কাউকে অস্ত্র দেওয়া হবে। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান শুরু করার পর ৩০ লাখ মানুষের শহর কিয়েভ গুলি ও বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। শহর ছেড়ে পালাতে যাওয়া মানুষের ভিড়ে শহরের বাইরের মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। মস্কোর ব্যবসায়ীদের উদ্দেশে পুতিন বলেছেন, হামলা করা ছাড়া তার কাছে কোনো বিকল্প নেই। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার