হোম > বিশ্ব > ইউরোপ

মার্কিন সহায়তা ইউক্রেনেরই ক্ষতি করবে, বাড়াবে প্রাণহানি: ক্রেমলিন 

ইউক্রেনকে সামরিক সহায়তার মার্কিন কংগ্রেসে ৬১ বিলিয়ন ডলার অনুমোদনের মধ্য দিয়ে ইউক্রেনেরই ক্ষতি হবে এবং এর ফলে সংঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বাড়বে বলে সতর্ক করেছে রাশিয়া।  

ইউক্রেনের পাশাপাশি ইসরায়েল ও তাইওয়ানের জন্য মোট ৯৫ বিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব মার্কিন কংগ্রেসে পাস হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি এখন সিনেটে উত্থাপন করা হবে। 
 
গতকাল শনিবার এ অনুদান নিয়ে ভোটাভুটির সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভ ইউক্রেনকে সহায়তার অনুমোদন দিলে সংঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি আরও বাড়বে। 

পেসকভকে উদ্ধৃত করে রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলে, ‘এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আরও ধনী করবে, ইউক্রেনকে আরও ধ্বংস করবে এবং এর ফলে আরও বেশি ইউক্রেনীয়র মৃত্যু হবে।’ 

দুই বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকেই সেখানে সংঘাতে জড়িয়ে পড়েছে ক্রেমলিন। 

মার্কিন প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে ৬ হাজার ৮৪ কোটি ডলার প্রদানের একটি আইনি প্যাকেজ অনুমোদন করেছে। এর মধ্যে মার্কিন অস্ত্র, মজুত ও সুবিধাগুলো পুনরায় পূরণ করার জন্য ২ হাজার ৩০০ কোটি ডলার রয়েছে। গতকাল শনিবার রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে মার্কিন কংগ্রেসে এই বিল পাস করা হয়। এরপর এই বিলে স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে।

পেসকভ বলেন, যে আইনের বিধান ব্যবহার করে যুক্তরাষ্ট্র জব্দকৃত রুশ সম্পত্তি বাজেয়াপ্ত করবে এবং ইউক্রেন পুনর্গঠনের জন্য তা ব্যবহার করবে, ওই আইনই যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করবে। রাশিয়া প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে জানান তিনি। 

 রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রাম অ্যাপে লিখেছেন, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তার অনুমোদন প্রত্যাশিত এবং এর ভিত্তি হলো ‘রাশিয়াভীতি’। 

নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে রাশিয়ার অন্যতম সোচ্চার নেতা মেদভেদেভ বলেন, ‘রক্তে ভেজা ৬ হাজার ১০০ কোটি ডলার সত্ত্বেও আমরা অবশ্যই বিজয়ী হব। এই অর্থের বেশির ভাগ তাদের অতৃপ্ত সামরিক শিল্প কমপ্লেক্সই গ্রাস করবে।’ 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে এই বিলে সহায়তা অনুমোদন দিলে বিশ্বজুড়ে সংকট আরও গভীর হবে। কিয়েভ সরকারকে সামরিক সহায়তা দেওয়া মানে সন্ত্রাসী কার্যকলাপের সরাসরি পৃষ্ঠপোষকতা।’ 

টেলিগ্রামে তিনি আরও বলেন, ‘তাইওয়ানের জন্য সহায়তা দেওয়া মানে হলো চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। আর ইসরায়েলের ক্ষেত্রে এটি সরাসরি যুদ্ধের মাত্রা বাড়িয়ে তুলবে এবং এই অঞ্চলে উত্তেজনা অভূতপূর্ব বেড়ে যাবে।’

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক