হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে যুদ্ধের বর্ষপূর্তিতে ‘বড় হামলার প্রস্তুতি’ নিচ্ছে রাশিয়া

আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, হাজার হাজার সৈন্য সংগ্রহ করেছে মস্কো এবং হামলা শুরুর প্রথম বর্ষপূর্তিতে ‘কিছু একটা করার চেষ্টা’ করতে পারে।

রেজনিকভের দাবি, নতুন হামলার জন্য প্রায় ৫ লাখ মানুষকে সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে। গত সেপ্টেম্বরে ৩ লাখ নাগরিককে সামরিক বাহিনীতে যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, রুশ সামরিক বাহিনীতে নতুন করে যুক্ত করা সেনার সংখ্যা আরও অনেক বেশি।

ইউক্রেন সম্ভাব্য হামলা প্রতিহত করার সব ধরনের প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন রেজনিকভ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, ২০২৩ সাল হবে ইউক্রেনের সামরিক বিজয়ের বছর। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনীয় বাহিনী যা অর্জন করেছে, তা হারাতে দেবে না।’ 

সম্প্রতি ইউক্রেনের গোয়েন্দারা জানিয়েছিলেন, এ বছর বসন্ত শেষ হওয়ার আগেই দেশটির দনবাস অঞ্চল দখল করতে রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন পুতিন। এর পরই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার সম্ভাব্য নতুন হামলা নিয়ে আশঙ্কার কথা বললেন। 

এদিকে ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিলেও কোনো যুদ্ধবিমান দেওয়া হবে না বলে জানিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ বলেছেন, ‘আমাদের লক্ষ্য জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করা, যুদ্ধবিমান নয়। আমরা শুধু ট্যাংক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’ 

ইউক্রেন যদিও পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে বারবার যুদ্ধবিমান চেয়ে আসছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য তাঁদের যুদ্ধবিমান প্রয়োজন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট