হোম > বিশ্ব > ইউরোপ

৬ হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। বিবিসির প্রতিবেদনে জানা যায়, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমনটা জানিয়েছেন। 

জেলেনস্কি বলেন, ‘আমাদের সেনারা চলতি সেপ্টেম্বরেই পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে ৬ হাজার বর্গকিলোমিটারের (২,৩১৭ বর্গমাইল) চেয়ে বেশি এলাকা পুনরুদ্ধার করেছে। আরও অগ্রসর হবে আমাদের সেনারা।’ 

এর আগে ইউক্রেনের অভিযানের মুখে দেশটির গুরুত্বপূর্ণ শহর খারকিভ থেকে পিছু হটে রুশ বাহিনী। গত শনিবার রাতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, চলতি মাসেই প্রায় দুই হাজার বর্গকিলোমিটার এলাকা পুনর্দখল করা হয়েছে। রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। 

এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের প্রধান শহরগুলো থেকে নিজেদের সেনা প্রত্যাহার করছে তাঁরা। সম্প্রতি ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিষয়টিকে ইউক্রেনের পূর্বে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে ফোকাস করার লক্ষ্যে ‘পুনরায় দলবদ্ধ’ করার কথা বলছে মস্কো। 

সোমবার (১২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ লাভ করেছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ছয় মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। রাশিয়া দেশটির অনেক এলাকা দখল করে আছে। তবে বিশ্লেষকদের অনেকেই রুশ সেনাদের পশ্চাৎপসরণকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করছেন। 

সম্প্রতি খারকিভে পাল্টা প্রতিরোধযুদ্ধ গড়ে তোলে ইউক্রেনের সেনারা। গত কয়েক দিন পাল্টা আক্রমণ শুরু করে কিয়েভ। জোরালো পাল্টা আক্রমণের মুখে রুশ সেনারা পিছু হটতে শুরু করে। 

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন