হোম > বিশ্ব > ইউরোপ

রুশ কারাগারে আইএস পরিচয়ে জঙ্গিদের বিদ্রোহ, চার জিম্মিকে হত্যা

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভলগোগ্রাদ অঞ্চলের একটি একটি পেনাল কলোনিতে বিদ্রোহ করেছে বন্দীরা। তাঁদের হাতে জিম্মি হয়ে ওই কারাগারের চার কর্মী নিহত হয়েছেন। 

বিবিসি জানিয়েছে, ১ হাজার ২০০ বন্দীর ধারণক্ষমতা সম্পন্ন ভলগোগ্রাদের ‘আইকে-১৯ সুরোভিকিনো’ বন্দীশালায় ওই বিদ্রোহের ঘটনা ঘটে। বিদ্রোহী বন্দীরা ছুরি হাতে নিজেদের ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি পরিচয় দিয়ে বিস্তৃত কমপ্লেক্সের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। 

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বিশেষ বাহিনীর অভিযানে কয়েক জিম্মিকে মুক্ত করার পাশাপাশি সব আক্রমণকারীকে শান্ত করা হয়েছে। পরে কমপ্লেক্সের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচাইকৃত একটি ছবিতে দেখা গেছে, বিদ্রোহের সময় রক্তাক্ত এক কারারক্ষীর শরীরের ওপর দাঁড়িয়ে আছেন হাতে ছুরি ধরে রাখা এক বন্দী। 

অভিযান পরিচালনা করা রাশিয়ার রসগভার্দিয়া ন্যাশনাল গার্ড জানিয়েছে, উদ্ধার অভিযানে স্নাইপাররা অন্তত চার হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। একটি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সংস্থাটির পোস্ট করা ফুটেজে ভারী অস্ত্র-শস্ত্র সহ সৈন্যদের কারাগারে প্রবেশ করতে দেখা গেছে। 

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস (এফএসআইএন) এক বিবৃতিতে বলেছে, একটি শৃঙ্খলা বৈঠকের সময় এই হামলা শুরু হয়। এ সময় হামলাকারীরা বেশ কয়েকজন কারারক্ষীকে রক্তাক্ত করে। 

এফএসআইএন জানিয়েছে, বিদ্রোহীরা কারাগারের ৮ কর্মচারী এবং চার আসামিকে জিম্মি করেছিল। পরে উপর্যুপরি ছুরিকাঘাতে চার কারারক্ষীর মৃত্যু ঘটে। 

হামলাকারীরা মোবাইল ফোনের একটি নাটকীয় ফুটেজে নিজেদের আইএস জঙ্গি পরিচয় দিয়ে দাবি করেন, মুসলমানদের নিপীড়নের প্রতিশোধ নিতেই তারা এই পথ বেছে নিয়েছে। পৃথক আরেকটি ক্লিপে হামলাকারীদের কারাগারের আঙিনায় ঘোরাফেরা করতে দেখা গেছে। 

বিবিসির তথ্যমতে, ভলগোগ্রাদের ঘটনাটি চলতি গ্রীষ্মেই এ ধরনের দ্বিতীয় ঘটনা। এর আগে প্রতিবেশী রোস্তভ অঞ্চলের আরেকটি বন্দীশালায় দুই কারারক্ষীকে হত্যা করে নিজেদের আইএস জঙ্গি দাবি করেছিল ৬ বন্দী। সে সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ বন্দী নিহত হয় এবং আটক একজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়ার, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন