ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এক মাস অতিক্রম করেছে। এই যুদ্ধে এ পর্যন্ত রুশ সেনাবাহিনীর সাতজন জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছেন একজন পশ্চিমা কর্মকর্তা। এ সময় এক জেনারেলকে বরখাস্ত করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই পশ্চিমা কর্মকর্তার নাম, পরিচয়, দেশ, প্রতিষ্ঠান—কিছুই প্রকাশ করেনি এএফপি।
পশ্চিমা ওই কর্মকর্তা গতকাল শুক্রবার বলেছেন, ‘সর্বশেষ মৃত্যু হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজানস্টেভয়ের। তিনি দক্ষিণের একটি জেলায় রাশিয়ার ৪৯তম কমবাইন্ড আর্মস বাহিনীর একজন কমান্ডার ছিলেন। এ ছাড়া এই সপ্তাহের শুরুতে ষষ্ঠ কমবাইন্ড আর্মস বাহিনীর সেনা কমান্ডার জেনারেল ভ্লাইস্লাভ ইয়ারশভকে বরখাস্ত করেছে ক্রেমলিন।
নিহতের মধ্যে আরও রয়েছেন চেচেন স্পেশাল ফোর্সের জেনারেল মাগোমেদ তুশায়েভ। তাঁকে ইউক্রেন যুদ্ধে নিয়োগ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে ক্রেমলিন দাবি করেছে, ইউক্রেন যুদ্ধে মাত্র ১ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছেন। তবে পশ্চিমা দেশগুলো বলছে, নিহতের সংখ্যা চার-পাঁচ গুণ বেশি হবে।
পশ্চিমা ওই কর্মকর্তা আরও বলেন, ‘রুশ সেনাবাহিনীর ১১৫টি থেকে ১২০টি ব্যাটালিয়ন চলমান ইউক্রেন অভিযানে অংশ নিয়েছিল; কিন্তু গত এক মাসে প্রায় ২০টি ব্যাটালিয়ন যুদ্ধের যাবতীয় সক্ষমতা হারিয়েছে।