ইউক্রেনের সুমি অঞ্চলের ওখতিয়ারকা শহরে রুশ বাহিনী রাতভর বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোর ও দুই নারী রয়েছেন। সুমির প্রশাসনিক প্রধান দমিত্র ঝিভিতস্কি বলেছেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই শহরের আবাসিক এলাকায় এবং গ্যাস পাইপলাইনে হামলা শুরু করে রুশ যুদ্ধবিমান। হামলা চলেছে প্রায় রাতভর। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দমিত্র ঝিভিতস্কি আরও বলেন, ওখতিয়ারকায় হামলার প্রায় ১০ মিনিট পরে সুমির শহরতলি এবং বাইটসিয়া গ্রামেও বোমা হামলা করেছে রুশ সেনারা। তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ সেনাবাহিনী।
প্রশাসনিক প্রধান দমিত্র ঝিভিতস্কি বলেন, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য তিনটি মানবিক করিডর স্থানীয় সময় সকাল ৯টা থেকে খোলা হবে বলে আশা করা হচ্ছে।
গত কয়েক দিন ধরেই ইউক্রেনে বোমা হামলা করছে রাশিয়া। এর মধ্যে গতকাল সুমি থেকে প্রায় ৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ দুই সপ্তাহ অতিক্রম করেছে। দুই দেশের মধ্যে কয়েক দফা বৈঠক হওয়ার পরে কার্যত কোনো অগ্রগতি না হওয়ায় তুরস্কের মধ্যস্থতায় আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় বৈঠকে বসবেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আশা করছেন, আজকের বৈঠকের মধ্য দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলবে।