হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্কে পরিবারের ৭ সদস্যকে হত্যার পর নিজেকেও শেষ করে দিলেন যুবক

ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম তার্কিশ মিনিটস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, বাহতিয়ার আলাদাগ (৩৩) নামের বন্দুকধারী ওই ব্যক্তি গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছেন। তাদের মধ্যে ওই ব্যক্তির বাবা, মা, স্ত্রী ও ১০ বছরের ছেলে রয়েছেন। পরে নিজের বন্দুক দিয়ে গুলি চালিয়ে তিনিও আত্মহত্যা করেছেন।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গুলি চালানোর পরপরই ওই ব্যক্তিকে তার গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরিবারের আরও দুজনকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, রোববার সন্ধ্যার দিকে কর্তৃপক্ষ গুলির ঘটনায় চারজনের প্রাণহানির কথা জানিয়েছিল। যদিও সোমবার সকালের দিকে স্থানীয় কর্মকর্তারা ইস্তাম্বুলের একটি হ্রদের কাছে হত্যাকারীর স্ত্রী, ছেলে ও তার শাশুড়ির মরদেহ পাওয়ার তথ্য জানায়।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্মল আর্মস সার্ভের (এসএএস) তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে ৮ কোটি জনসংখ্যার দেশ তুরস্কে ১ কোটি ৩৩ লাখের বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। এসবের বেশির ভাগই অবৈধ।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়ার, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন