রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণার পর যুক্তরাজ্য ও তার মিত্ররা ইউক্রেনের পাশে থাকবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এক টুইট বার্তায় আজ বৃহস্পতিবার তিনি এ কথা জানান।
টুইট বার্তায় বরিস জনসন বলেন, ‘আমি ইউক্রেনের ভয়ংকর ঘটনা দেখে আতঙ্কিত। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করব।’
বরিস জনসন আরও বলেন, ইউক্রেনে হামলার ঘোষণার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট রক্তপাত ও ধ্বংসের পথ বেছে নিয়েছে।