রুশ সেনাবাহিনী বলেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের বেসামরিক নাগরিকরা চাইলে নির্ভয়ে কিয়েভ ত্যাগ করতে পারবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এমন কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইগর কোনাশেনকভ বলেছেন, শহরের বাসিন্দারা চাইলে কিয়েভ-ভ্যাসিলকিভ মহাসড়ক ধরে রাজধানী ছাড়তে পারবে। এই সড়কটি নাগরিকদের জন্য উন্মুক্ত ও নিরাপদ। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ইউক্রেন বাহিনী সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।
ইউক্রেনের আকাশ রুশ বাহিনী দখলে আছে বলেও দাবি করেছেন ইগর কোনাশেনকভ।