হোম > বিশ্ব > ইউরোপ

অক্সফোর্ডের ভ্যাকসিনে রক্তজমাট বেঁধে ৭ জনের মৃত্যু

যুক্তরাজ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বেঁধে সাত জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এএফপির কাছে পাঠানো এক বিবৃতিতে ব্রিটেনের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এ তথ্য জানিয়েছে।

এমএইচআরএ গত বৃহস্পতিবার ৩০ জনের রক্তজমাট বাঁধার সমস্যার কথা স্বীকার করে। এর মধ্যে ২২ জনের সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস (সিভিএসটি) সমস্যা দেখা গেছে। এটি মূলত মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার জটিল এক সমস্যা।

আর আট জনের প্লাটিলেট সংখ্যা কমে যাওয়ার মতো সমস্যা হয়েছে। এতে থ্রোম্বোসিস বা রক্ত জমাট বাঁধা ত্বরান্বিত হয়।

তবে ইউরোপীয় মেডিসিনস এজেন্সি (ইএমএ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই বলে আসছে, অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ। এ ব্যাপারে আগামী ৭ এপ্রিল হালনাগাদ ঘোষণা আসতে পারে।

যুক্তরাজ্যের মেডিসিন নিয়ন্ত্রক সংস্থা গত ১৮ মার্চ প্রথমবারের মতো স্বীকার করে, তাদের দেশে ১ কোটি ১০ লাখ মানুষ টিকা নিয়েছে। তাদের মধ্যে মাত্র পাঁচ জনের রক্তা জমাট বাঁধার মতো ঘটনা ঘটেছে। আর এখন বলছে, টিকা নেওয়া ১ কোটি ৮১ লাখ লোকের মধ্যে ৩০ জনের রক্ত জমাট বাঁধার সমস্যা হয়েছে।

তবে ফাইজার/বায়োএনটেক টিকা প্রয়োগে এ পর্যন্ত এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার শঙ্কা ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। ইউরোপের দেশগুলোতে একযোগে দাবি উঠেছে, ৬০ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া বন্ধ করতে হবে। শুক্রবার সর্বশেষ দেশ হিসেবে নেদারল্যান্ডসও এ দাবি তুলেছে। নেদারল্যান্ডসে ২৫ থেকে ৬৫ বছর বয়সী ৫ জনের শরীরে রক্ত জমাট বাঁধার সমস্যায় এক জনের মৃত্যু হলে এ দাবি ওঠে।

জার্মানি গত সপ্তাহের প্রথমদিকে ষাট বছরের কম বয়সীদের অক্সফোর্ডের টিকা দেওয়া বন্ধ ঘোষণা করে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট