হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ৪৫০ সেনা নিহত

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার অন্তত ৪৫০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষাসচিব রেডিও-৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন।

বেন ওয়ালেস বলেন, যুক্তরাজ্যের গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী রাশিয়ার অভিযান প্রথম দিনেই ব্যর্থ হয়েছে। তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে কারণ তারা ইউক্রেনীয়দের প্রতিরোধের মুখে পড়েছে। পুতিন ভেবেছিলেন ইউক্রেনীয়রা তাঁকে মুক্তিদাতা মনে করবে, কিন্তু তাঁর সে অহংকারী ভাবনা ভুল প্রমাণিত হয়েছে। 

ইউক্রেনীয়দের প্রশংসা করে বেন ওয়ালেস বলেন, রুশ ট্যাংক আর বিমানের সঙ্গে ইউক্রেনীয়রা যেভাবে লড়াই করছে, তাতে এটা স্পষ্ট যে রুশদের সব আয়োজন ব্যর্থ হয়েছে। এক দিনেই তারা ৪৫০ সেনা হারিয়েছে। তার পরও তারা কিয়েভের উত্তরের বিমানবন্দর দখলে নিতে পারেনি। 

দ্বিতীয় দিনের মতো যুদ্ধ চলছে ইউক্রেনে। ইতিমধ্যে রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ইউক্রেন সরকার স্থানীয়দের মোলোটভ ককটেল বানিয়ে সবাইকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে। 

রাশিয়ার আক্রমণের প্রথম দিন ইউক্রেনে নিহত হয়েছে ১৩৭ জন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষও রয়েছে। আহত হয়েছে আরও ৩১৬ জন।

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন