হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ৪৫০ সেনা নিহত

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার অন্তত ৪৫০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষাসচিব রেডিও-৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন।

বেন ওয়ালেস বলেন, যুক্তরাজ্যের গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী রাশিয়ার অভিযান প্রথম দিনেই ব্যর্থ হয়েছে। তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে কারণ তারা ইউক্রেনীয়দের প্রতিরোধের মুখে পড়েছে। পুতিন ভেবেছিলেন ইউক্রেনীয়রা তাঁকে মুক্তিদাতা মনে করবে, কিন্তু তাঁর সে অহংকারী ভাবনা ভুল প্রমাণিত হয়েছে। 

ইউক্রেনীয়দের প্রশংসা করে বেন ওয়ালেস বলেন, রুশ ট্যাংক আর বিমানের সঙ্গে ইউক্রেনীয়রা যেভাবে লড়াই করছে, তাতে এটা স্পষ্ট যে রুশদের সব আয়োজন ব্যর্থ হয়েছে। এক দিনেই তারা ৪৫০ সেনা হারিয়েছে। তার পরও তারা কিয়েভের উত্তরের বিমানবন্দর দখলে নিতে পারেনি। 

দ্বিতীয় দিনের মতো যুদ্ধ চলছে ইউক্রেনে। ইতিমধ্যে রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ইউক্রেন সরকার স্থানীয়দের মোলোটভ ককটেল বানিয়ে সবাইকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে। 

রাশিয়ার আক্রমণের প্রথম দিন ইউক্রেনে নিহত হয়েছে ১৩৭ জন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষও রয়েছে। আহত হয়েছে আরও ৩১৬ জন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট